ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে শেষ চারের লড়াই শুরু

প্রকাশ | ২১ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাজ্যের রক্ষণশীল দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে তৃতীয় দফার ভোটে বাদ পড়েছেন ররি স্টুয়ার্ট। মূল লড়াইয়ে এখন টিকে আছেন চারজন। প্রথম দফার ভোটের মতো আবারও জয়লাভ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আর গতবারের চেয়ে ১০ ভোট কম পেয়ে ২৭ ভোট নিয়ে বাদ পড়েছেন স্টুয়ার্ট। সংবাদসূত্র : বিবিসি ব্রেক্সিট ইসু্যতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ২৪ মে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক আবেগপূর্ণ বক্তব্যে তিনি বলেন, ব্রেক্সিট গণভোটের রায়কে সম্মান দেখানোর সর্বোচ্চ চেষ্টার পরও ব্রেক্সিট চূড়ান্ত হওয়ার আগেই সরে দাঁড়াতে হওয়ায় 'গভীর অনুতপ্ত' তিনি। ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে থেরেসার সরে দাঁড়ানোর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে রক্ষণশীল দল। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফার ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জেরেমি হান্ট (৫৪)। তৃতীয় ও চতুর্থস্থানে যথাক্রমে মাইকেল গোখ (৫১) ও সাজিদ জাভিদ (৩৮)। স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই লড়াইয়ের চতুর্থ দফার ভোট।