সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিড়লা লোকসভার নতুন স্পিকার যাযাদি ডেস্ক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ সাংসদ ওম বিড়লা দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। বুধবার সর্বসম্মতিক্রমে ৫৬ বছর বয়সি এ এমপি স্পিকার নির্বাচিত হন। রাজস্থানের কোটা থেকে তিনবারের নির্বাচিত এ নেতাকে পরে স্পিকারের আসন পর্যন্ত দিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে মোদি বলেন, 'তার রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে জনসেবা। অসাধারণ এ নেতাই আমাদের হাউসের (লোকসভা) সভাপতিত্ব করবেন।' রাজস্থানে ছয় বছর ধরে দলের সভাপতির দায়িত্ব পালন করা বিড়লা লোকসভার আগের স্পিকার সুমিত্রা মহাজনের স্থলাভিষিক্ত হলেন। এবারের নির্বাচনের আগে বিজেপি দলীয় প্রার্থীদের বয়সসীমা বেঁধে দেয়ায় ৭৬ বছর বয়সি সুমিত্রা লোকসভায় প্রার্থী হতে পারেননি। নতুন স্পিকার বিড়লা রাজনৈতিক অঙ্গনে বিজেপি সভাপতি অমিত শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এদিকে, স্পিকারকে স্বাগত জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'হাউসের অভিভাবক হিসেবে এর মর্যাদা রক্ষা করা আপনার দায়িত্ব। কংগ্রেস এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা নেবে না, এ বিষয়ে আপনাকে আশ্বস্ত করছি।' সংবাদসূত্র : এনডিটিভি নিউজিল্যান্ড সরকার অস্ত্র কিনছে যাযাদি ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে. সে ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধারে কর্মসূচি নিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে বিক্রীত সে সব অস্ত্র লোকজনের কাছ থেকে কিনছে সরকার। দেশটির পুলিশ বিষয়ক মন্ত্রী স্টুয়ার্ট নাশ বলেন, 'বিক্রীত অস্ত্র কেনার উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণের জন্য ঝুঁকিপূর্ণ এমন সব অস্ত্র উঠিয়ে নেয়া। আল-নূর ও লিনউড মসজিদে হামলার পর অস্ত্র অপসারণের এমন সিদ্ধান্ত নেয়া হয়।' অস্ত্রের লাইসেন্স রয়েছে এমন মালিকদের অস্ত্র জমা দিতে ছয় মাস সময় বেধে দেয়া হয়েছে। বেধে দেয়া এ সময়ের মধ্যে যারা অস্ত্র জমা দেবে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সংবাদসূত্র : এএফপি অনলাইন