ইরানি পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের মৃতু্য ঘোষণা

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৯, ১৩:১৭

যাযাদি ডেস্ক
ওয়াশিংটনের সঙ্গে তেহরানের চলমান উত্তেজনার মাঝে 'বিশ্বের আসল সন্ত্রাসী যুক্তরাষ্ট্র' বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার মাসুদ পেজেশকিয়ান। রোববার দেশটির পার্লামেন্টের অধিবেশনের সময় তিনি যখন এই অভিযোগ করেন, তখন এমপিরা 'যুক্তরাষ্ট্রের মৃতু্য'র ঘোষণা দিয়ে স্স্নোগান দিতে থাকেন। সংবাদসূত্র : রয়টার্স ডেপুটি স্পিকার মাসুদ পেজেশকিয়ান পার্লামেন্টের অধিবেশন চলার সময় বলেন, বিশ্বের প্রকৃত সন্ত্রাসী দেশ হলো যুক্তরাষ্ট্র। তারা বিশ্বের বিভিন্ন দেশে বিশৃঙ্খলার বিস্তার, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উন্নত অস্ত্র সরবরাহ করছে। যে কারণে বিশ্বে এখন নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখন তারা বলছে, আসুন আলোচনায় বসা যাক। ইরানের পার্লামেন্টের এই অধিবেশন দেশটির সরকারি রেডিওতে সম্প্রচার করা হয়। তিনি যখন এসব অভিযোগ করেন, তখন পার্লামেন্ট সদস্যরা 'যুক্তরাষ্ট্রের মৃতু্য'র ঘোষণা দিয়ে স্স্নোগান দেন। গত বৃহস্পতিবার ওমান উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের একটি মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করার পর এই অঞ্চলে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের ব্যাপক উত্তেজনা তৈরি হয়।