চাষাবাদের জন্য প্যারোলে মুক্তি চান সেই ধর্মগুরু

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৯, ১৩:১৮

যাযাদি ডেস্ক
নিজের জমিতে চাষাবাদ করতে প্যারোলে মুক্তির আবেদন করেছেন ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত ভারতের হরিয়ানা প্রদেশের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। জেলের কুঠুরি থেকে ৪২ দিনের জন্য অব্যাহতি চেয়েছেন তিনি; যাতে হরিয়ানার সিরসায় নিজের জমিতে চাষাবাদ করতে পারে। তার আবেদন খতিয়ে দেখছে হরিয়ানা প্রশাসন। সংবাদসূত্র : এবিপি নিউজ বর্তমানে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছেন ডেরা সাচা সওদার সাবেক প্রধান ৫১ বছর বয়সী ধর্ষক ধর্মগুরু রাম রহিম। সেখান থেকেই প্যারোলে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। তার আবেদন হাতে পেয়ে এরই মধ্যে সিরসা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন সুনারিয়া জেলের সুপারিনটেন্ডেন্ট। রাম রহিমকে প্যারোলে মুক্তি দেয়া আদৌ সম্ভব হবে কিনা তা জানতে চেয়েছেন তিনি। গত ১৮ জুন সিরসার উপনগরপাল অশোক গর্গ এবং হরিয়ানার ডিজি (কারা) সেলভরাজকে চিঠি দেন সুনারিয়া জেলের সুপারিনটেন্ডেন্ট সুনীল কুমার। তিনি জানান, কারাগারে খারাপ আচরণ করেন না রাম রহিম। নিয়মও ভাঙেননি। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন তিনি। উলেস্নখ্য, ২০১৭ সালের আগস্টে ধর্ষণ ও খুনের মামলায় জেল হয় রাম রহিমের।