টার্গেট বিধানসভা নির্বাচন

নিয়মিত উত্তরপ্রদেশ সফর করবেন প্রিয়াঙ্কা

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৯, ১৩:১৯

যাযাদি ডেস্ক
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী
২০১৯ লোকসভা ভোটে শোচনীয় ফল করেছে কংগ্রেস। হেরে গেছে বিশ্রিভাবে। কোনোভাবে যাতে এর প্রভাব ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে না পড়ে, তার জন্য এখন থেকেই শক্ত হাতে দলের রাশ ধরতে সচেষ্ট হলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। পরাজয়ের গস্নানি ঝেড়ে ফেলে যোগীর রাজ্যে কংগ্রেসের হাত শক্ত করতে উলেস্নখযোগ্য সিদ্ধান্ত নিলেন রাজিব-কন্যা। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস জানা গেছে, এখন থেকে সপ্তাহে অন্তত দুইবার উত্তরপ্রদেশে যাবেন তিনি। সাক্ষাৎ করবেন, ঘন ঘন বৈঠকে বসবেন সব স্তরের দলীয় কর্মীদের সঙ্গে। আর এভাবেই রাজ্য কংগ্রেসকে বছর তিন পরের মহা ভোটযুদ্ধের জন্য তৈরি করবেন অল ইনডিয়া কংগ্রেস কমিটিতে (এআইসিসি) পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এই কংগ্রেস নেত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক, উত্তরপ্রদেশের এক কংগ্রেস নেতার কথায়, 'লোকসভা ভোটের ফল প্রকাশের পর, তা নিয়ে একাধিক পর্যালোচনামূলক বৈঠক হয়েছে। আর এতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, এবার থেকে প্রিয়াঙ্কা গান্ধী ঘন ঘন উত্তরপ্রদেশে যাবেন এবং কর্মীদের সঙ্গে দেখা করবেন। সপ্তাহে অন্তত দুইবার প্রিয়াঙ্কা ওই রাজ্যে যাবেন। ভবিষ্যতে এই হার আরও বাড়বে।' প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের পর, দিন কয়েক আগে মা সোনিয়ার সঙ্গে রায়বেরোলিতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে গোটা রাজ্যের ভোট-ফলে কংগ্রেসের ভরাডুবির জন্য কোনো রাখঢাক না করেই দলীয় কর্মীদের এক হাত নিতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। কংগ্রেস নেত্রী তখন বলেছিলেন, 'নির্বাচনে কারা কারা দলের জন্য মন দিয়ে কাজ করেছেন, সততা আর নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করেছেন, তারা নিজেরাই তা ভালো করে জানেন। আবার কারা কিছু করেননি, তারাও জানেন। তাদের নাম আমি খুঁজে বের করব।' প্রিয়াঙ্কার কথাতেই স্পষ্ট, লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশে পরিকল্পনা মাফিক প্রচারের ঝড় তুললেও কোথাও গিয়ে যে কমতি থেকে গিয়েছিল, পরবর্তী সময় পরাজয়ের কারণ পর্যালোচনা করতে বসে তা তিনি বুঝেছেন। আর তাই তিনি কোনোভাবেই চান না, এর পুনরাবৃত্তি ২০২২ বিধানসভা ভোটেও ঘটুক। সে কারণেই দলীয় কর্মীদের সঙ্গে ঘন ঘন সাক্ষাৎ করে, যোগাযোগ আরও বাড়াতে চাইছেন তিনি। রাজ্যে যাত্রা বৃদ্ধিও সেই উদ্দেশ্যেই।