ট্রাম্পের সাবেক উপদেষ্টার সঙ্গে বরিসের যোগসাজশ ফাঁস

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যাননের সঙ্গে যুক্তরাজ্যের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী বরিস জনসনের যোগসাজশের প্রমাণ ফাঁস হয়ে পড়েছে। যদিও এর আগে উগ্র ডানপন্থী কোনো দলের সঙ্গে যোগসাজোশের অভিযোগ অস্বীকার করেছিলেন বরিস। সংবাদসূত্র : অবজারভার যুক্তরাষ্ট্রে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী হিসেবে পরিচিত ব্যাননকে ২০১৭ সালের আগস্টে হোয়াইট হাউসের প্রধান কৌশলপ্রণেতার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাম্প। ব্যাননের সঙ্গে বরিস জনসনের যোগসাজশ সংক্রান্ত একটি ফুটেজ পাওয়া গেছে। এতে তাকে জনসনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা করতে দেখা যায়। ফুটেজে দেখা যায়, ব্যানন বলছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগের পর থেরেসা মে'র ব্রেক্সিট নীতি নিয়ে বরিস জনসন যে ভাষণ দিয়েছিলেন, তাতে তার ভূমিকা ছিল। 'দ্য ব্রিংক' শিরোনামের একটি ডকুমেন্টারির জন্য এই ফুটেজটি নিয়েছিলেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যালিসন ক্ল্যাম্যান। ওই সময়েই ব্রেক্সিট ইসু্যতে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বরিস জনসন। একই সময়ে যুক্তরাজ্যের উগ্র ডানপন্থী নেতা নাইজেল ফারাজের সঙ্গে বৈঠকে অংশ নিতে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন ব্যানন।