যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
জ্যারেড কুশনার
বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের বর্জনের মুখে বাহরাইনে অনুষ্ঠেয় দুই দিনের এক সম্মেলনে এ পরিকল্পনা ঘোষণা করা হয়। তবে এতে ফিলিস্তিনি রাষ্ট্র বা ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের কোনো রাজনৈতিক ইসু্যর কথা বলা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার মঙ্গলবার বাহরাইনের রাজধানী মানামার একটি হোটেলে 'শান্তির জন্য সমৃদ্ধি' শীর্ষক এই পরিকল্পনা ঘোষণা করেন। সংবাদসূত্র : এএফপি অনলাইন এই শান্তি পরিকল্পনার আওতায় ফিলিস্তিনি অঞ্চল ও প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোতে পরবর্তী ১০ বছরে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, পরিকল্পনার রাজনৈতিক অংশ পরে প্রকাশ করা হবে। কয়েক দশকের মার্কিন রীতির ব্যত্যয় ঘটিয়ে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। এতে বিক্ষোভে ফেটে পড়া ফিলিস্তিনিদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, এরপরে ইসরাইলের সঙ্গে আর কোনো শান্তি আলোচনায় মার্কিন মধ্যস্ততা মানবে না তারা। এর মধ্যে নানা সময়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে ফিলিস্তিন ইসু্যতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইল ঘেঁষা শান্তি পরিকল্পনার বিভিন্ন দিক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, 'ডিল অব দ্য সেঞ্চুরি' বা শতাব্দীর সেরা চুক্তি নামে পরিচিত এই পরিকল্পনা রমজানের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মঙ্গলবার মানামার একটি হোটেলে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা জ্যারেড কুশনারের নেতৃত্বে শুরু হয়েছে হয়েছে দুই দিনের অর্থনৈতিক কর্মশালা। এই সম্মেলনে মধ্যপ্রাচ্যে বিপুল বিনিয়োগের ঘোষণা দেন কুশনার। রাস্তা উন্নয়ন, সীমান্ত ক্রসিং, শক্তি উৎপাদন ও পর্যটনসহ নানা খাতে বিপুল বিনিয়োগের কথা জানানো হয় ওই পরিকল্পনায়। বলা হয়, এসব প্রকল্পের অধীনে লাখ লাখ ফিলিস্তিনির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।