নাগরিকত্ব হারাচ্ছে আসামের আরও এক লাখ মানুষ

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
নাগরিকত্ব হারাচ্ছে আসামের আরও এক লাখ মানুষ। ভারতের ওই রাজ্যের সর্বশেষ খসড়া নাগরিক তালিকা থেকে এক লাখের বেশি মানুষকে বাদ দেয়া হয়েছে। বুধবার নতুন এ তালিকা প্রকাশ করা হয়। সংবাদসূত্র : ইনডিয়া টুডে আসামের নাগরিক তালিকা ১৯৫১ সালের পর আর সংশোধন হয়নি। তবে বাংলাদেশ থেকে 'অনুপ্রবেশকারীদের' চিহ্নিত করতেই এই তালিকা সংশোধন করা হচ্ছে। যাদের নাম ওই তালিকায় রয়েছে, তাদের আলাদা করে বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে জানানো হবে। তবে বাদ পড়া ব্যক্তিরা পুনর্বিবেচনার আবেদনের সুযোগ পাবেন। গত বছরের ৩০ জুলাই প্রকাশিত প্রথম তালিকায় দেখা গিয়েছিল ৪০ লাখের বেশি মানুষের নাম নেই ওই তালিকায়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক দেখা দেয়। এরপর তালিকায় তাদের নাম পুনর্বিবেচনার জন্য আবেদন করেন কয়েক লাখ মানুষ। খসড়া তালিকায় দুই কোটি ৯০ লাখ মানুষের নাম রয়েছে। কিন্তু আবেদন করেছিল তিন কোটি ২৯ লাখ মানুষ। ভারতের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসামের নাগরিক পঞ্জি তৈরি হচ্ছে। চূড়ান্ত তালিকা ৩১ জুলাই প্রকাশিত হবে।