নিজামের সম্পত্তি কার : বিবাদে ভারত ও পাকিস্তান

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
হায়দরাবাদের নিজামের সম্পত্তির মালিকানা কার? ভারত না পাকিস্তানের? এই প্রশ্নেই বিবাদে জড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী দেশ। অর্থের পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড। সেই মামলা গড়িয়েছে লন্ডনের হাইকোর্ট পর্যন্ত। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস ১৯৪৭ সালে ভারত ভাগের পর থেকে নিজামের সম্পত্তি চলে যায় ব্রিটিশ সরকারের হেফাজতে। ঠিক সেই সময়েই হায়দরাবাদের সপ্তম নিজাম তার বিপুল সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়ে তৎকালীন লন্ডনে থাকা পাক দূতের কাছে প্রায় ১০ লাখ পাউন্ড নগদ দিয়েছিলেন। যা ওই দূত গচ্ছিত রেখেছিলেন লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে। যার বর্তমান মূল্য প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ পাউন্ড। নিজামের দুই বংশধর, যারা বর্তমানে তুরস্কবাসী। অষ্টম উত্তর-পুরুষ প্রিন্স মুকাররম ঝাঁ এবং মুকাররমের ভাই মুফাকাম ঝাঁ ব্রিটিশ সরকারের কাছ থেকে ওই অর্থ চাইছেন। তবে, এতে বাদ সেধেছে পাক সরকার। তাদের বক্তব্য, পাক দূতের হাতে দেয়া ওই অর্থ পাকিস্তানকে উপহার স্বরূপ দিয়েছিলেন নিজাম। তা দাবি করতে পারেন না তারা। তবে, এই দুই ভাইয়ের পাশে দাঁড়িয়েছে ভারত সরকার।