হংকংয়ে এবার রাস্তায় নামলেন মায়েরা

প্রকাশ | ০৭ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক এবার সন্তানদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে রাস্তায় নেমেছেন হংকংয়ের মায়েরা। অপরাধী প্রত্যর্পণ বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে শুক্রবার তারা বিক্ষোভর্-যালি করেন। সংবাদসূত্র : বিবিসি গত এক মাস ধরে প্রত্যর্পণ বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থী ও গণতন্ত্রপন্থিরা। তাদের দাবি, বিলটি আইনে রূপ নিলে কোনো অপরাধীর বিচারের জন্য মূল ভূখন্ড চীনে পাঠানো যাবে। এতে হংকংয়ের স্বায়ত্তশাসনের ওপর চীনা হস্তক্ষেপ সম্প্রসারিত হওয়ার সুযোগ পাবে। আন্দোলনের মুখে চীনপন্থি হিসেবে পরিচিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বিলটি পার্লামেন্টে উত্থাপন স্থগিত রাখেন। তবে তিনি বিলটি সম্পূর্ণ প্রত্যাহার করতে রাজি হননি। প্রাথমিক স্কুলের শিক্ষক এবং এক আন্দোলনকারীর মা ৪০ বছরের ক্যারিনা ওয়ান বলেন, 'তরুণরা এরই মধ্যে আমাদের জন্য অনেক করেছে। আমাদের অন্তত একবার তাদের জন্য দাঁড়ানো প্রয়োজন। আমি তাদের জন্য অত্যন্ত মর্মাহত। তাদের কিছুটা সহিংস দেখা গেলেও তারা কাউকে আঘাত করেনি, করেছে সরকার। তারা যদি তরুণদের মুক্তি না দেয়, তাহলে আমরা পাশে দাঁড়ানো অব্যাহত রাখব।'