চীনবিরোধী লড়াই চালাবে হংকংয়ের তরুণরা

প্রকাশ | ০৮ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বিতর্কিত প্রত্যর্পণ বিল ও চীনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকারের কথা জানিয়েছে হংকংয়ের তরুণরা। বিক্ষোভের মুখে বিলটি স্থগিত করে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম ক্ষমা চাইলেও বিক্ষোভকারীরা তা একেবারে বাতিল ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছে। সংবাদসূত্র : গার্ডিয়ান এই বিতর্কিত আইনের ফলে হংকংয়ের যেকোনো ব্যক্তি চীনের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। গত সপ্তাহে কয়েক হাজার তরুণ রাজপথে নেমে এলে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়ে দেশটি। বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে। হংকং এক সময় ছিল চীনের কাছ থেকে লিজ নেয়া ব্রিটিশ উপনিবেশ- যা ১৯৯৭ সালে আবার চীনের হাতে ফিরিয়ে দেয় যুক্তরাজ্য। তখন একটা চুক্তি হয়েছিল, 'এক দেশ দুই পদ্ধতি' ভিত্তিতে হংকং শাসিত হবে এবং স্বায়ত্তশাসনের নিশ্চয়তা থাকবে। সেই হস্তান্তরের বার্ষিকীতে হাজার হাজার মানুষ গণতন্ত্রের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা এখন দাবি করছে, সরকার যেন বিলটি সম্পূর্ণ বাতিল করে এবং বিক্ষোভের সময় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। এছাড়া শান্তিপূর্ণ জমায়েতে পুলিশের শক্তি প্রয়োগের ঘটনার স্বাধীন তদন্তেরও দাবি জানিয়েছে তারা। এদিকে, হংকংয়ের পার্লামেন্ট ভবনে ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন। বিক্ষোভকারীদের আচরণকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে বেইজিং। চীন সরকারের হংকং বিষয়ক দূত এক বিবৃতিতে বলেন, এই ঘটনা মারাত্মক বেআইনি কর্মকান্ড এবং আইনের শাসনের প্রতি অবজ্ঞার শামিল।