ট্রাম্প প্রশাসন অকার্যকর

ব্রিটিশ দূতের ই-মেইল ফাঁসের তদন্ত শুরু

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে 'অকার্যকর' আখ্যা দিয়ে ওয়াশিংটন থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতের পাঠানো ই-মেইল কীভাবে ফাঁস হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রবিষয়ক সিলেক্ট কমিটির চেয়ারম্যান টম টুগেন্ড হ্যাট বলেছেন, এভাবে তথ্য চুরি করে তা প্রকাশ করা আইনের 'গুরুতর লঙ্ঘন। এর পেছনে যেই থাকুক, তার বিচার করা হবে।' সংবাদসূত্র: বিবিসি তার এ কথার পরই বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে সরকার। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় 'ডেইলি মেইল' পত্রিকায় ফাঁস হওয়া ই-মেইল বার্তাগুলোকে 'অনিষ্টকর' বললেও সেগুলোকে বেঠিক বলেনি। হোয়াইট হাউসও এখনো এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত চলবে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ 'ডেইলি মেইল' পত্রিকা রোববার ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার কিম ডেরকের ওই ই-মেইল বার্তাগুলো প্রকাশ করেছে। ফাঁস হওয়া ওই সব বার্তায় ডেরক ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসকে 'একেবারেই অকার্যকর ও বিভক্ত' বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, 'ট্রাম্প প্রশাসন যে আরও স্বাভাবিক হবে, আরও কার্যকর হবে, প্রত্যাশামাফিক কাজ করবে, কূটনৈতিকভাবে আরও বিচক্ষণ হবে, তা আসলেই বিশ্বাস করা যায় না।