কর্ণাটক :সংকট বাড়িয়ে পদত্যাগ কংগ্রেসের সব মন্ত্রীর

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী
ভারতের কর্ণাটকে রাজনৈতিক সংকট আরও বেড়েছে। জোট সরকারকে বিপদে ফেলে এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন কংগ্রেসের সব মন্ত্রী। সোমবার সকালে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর কাছে পদত্যাগপত্র জমা দেন কংগ্রেসের ২২ জন মন্ত্রী। সংবাদসূত্র : ইনডিয়া টুডে, কে-২৪ নিউজ কয়েকদিন ধরেই কর্ণাটকের রাজনীতিতে রীতিমতো নাটক চলছে। এরই মধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন কংগ্রেস-জেডিএস জোটের ১২ জন বিধায়ক। এই পরিস্থিতিতে সরকার বাঁচাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস। অন্যদিকে, পরিস্থিতির ওপর সতর্ক নজর রেখেছে বিজেপিও। কারণ সরকার পড়ে গেলে তারা সরকার গঠনে প্রস্তুত বলে আগেই জানিয়ে দিয়েছে। যেসব বিধায়ক পদত্যাগপত্র জমা দিয়েছেন, তারা বর্তমানে মুম্বাইয়ের হোটেলে আছেন। তবে স্পিকারের কাছে দেয়া পদত্যাগপত্র ফিরিয়ে নেয়ার কোনো সম্ভাবনা নেই তাদের। ফলে রীতিমতো টানাপড়েন শুরু হয়ে গেছে কর্ণাটক সরকারে। যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তারা যদি তা ফিরিয়ে না নেন, সেক্ষেত্রে জোট সরকারের বিধায়কের সংখ্যা ১০৪-এ নেমে আসবে। তাতে ২২৪টি আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করা সম্ভব হবে না জোট সরকারের পক্ষে। কংগ্রেসের আশা, যদি কোনোভাবে চারজন বিধায়কের ইস্তফাপত্র ফিরিয়ে নেয়া যায়, তবে হয়তো এ যাত্রায় বেঁচে যাবে কর্ণাটকের জোট সরকার। শনিবার কংগ্রেস-জেডিএস জোট সরকারের কমপক্ষে ১১ বিধায়ক পদত্যাগপত্র জমা দেন কর্ণাটক বিধানসভার স্পিকারের কাছে। তবে শনিবার ছুটির ছিল দিন ছিল বলে তাদের সোমবার আসার কথা বলেছিলেন স্পিকার। মঙ্গলবার সেই পদত্যাগপত্রগুলো খতিয়ে দেখবেন স্পিকার। এদের মধ্যে মধ্যে ৮ জন কংগ্রেসের ও তিনজন জনতা দল সেকু্যলারের (ধর্মনিরপেক্ষ) বিধায়ক। তবে শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়তে রাজি নয় প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা ও কর্ণাটকের মন্ত্রী ডিকে শিবকুমার জানাচ্ছেন, কেউ পদত্যাগ করছেন না। প্রত্যেক বিধায়কের সঙ্গে আলাদা করে কথা তার হয়েছে। তারা কেউই নিজেদের দল ছেড়ে পদ ছেড়ে দিচ্ছেন না বলে আশ্বস্ত করেছেন, এমন দাবি তার। বর্তমানে ১১৮ জন বিধায়ক রয়েছে কংগ্রেস-জেডিএসের। ১১৩ জনের নিচে নেমে গেলেও ক্ষমতা হারাবে তারা। এই পরিস্থিতিতে সোমবার বিকালেই সামগ্রিক পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে বৈঠক করেছে বিজেপি।