চিকিৎসক নন, রোগ নির্ণয়ে জ্যোতিষী!

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চিকিৎসক নন, রোগীদের কোষ্ঠীবিচার করে 'রোগ নির্ণয়' করছে জ্যোতিষীরা! এমনই চলছে ভারতের রাজস্থানের জয়পুরে একটি বেসরকারি হাসপাতালে। রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিজেপি সরকারের আমলে একটি জ্যোতিষী সংগঠনের যে পরিকল্পনা সবুজ সংকেত পেয়েছিল, সেটাই পুরোদস্তুর চালু হয়েছে হাসপাতালটিতে। জয়পুরের ওই বেসরকারি হাসপাতালে ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার বদলে রোগীরা নিজেদের কোষ্ঠী নিয়ে আসছেন। প্রথমে জ্যোতিষীরা সেই কোষ্ঠী পরীক্ষা করে 'রোগ' নির্ণয় করেন। তারপর রোগী যান হাসপাতালের চিকিৎসকদের কাছে। সেই চিকিৎসাও খানিকটা অ্যালোপ্যাথি, খানিকটা আয়ুর্বেদ, ইউনানি ও যোগ-এর মিশেল। সংবাদসূত্র : এএনআই