রাষ্ট্রদূত ডেরকের প্রতি সম্পূর্ণ সমর্থন আছে থেরেসার

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কিম ডেরকের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র 'পূর্ণাঙ্গ সমর্থন' আছে বলে জানিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। ফাঁস হওয়া বেশকিছু ই-মেইলে ডেরকের মন্তব্য ও মূল্যায়নের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে আর কাজ করবেন না বলার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রদূতকে নিয়ে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সংবাদসূত্র : বিবিসি ফাঁস হওয়া ওই ই-মেইলগুলোতে ডেরক বর্তমান মার্কিন প্রশাসনকে 'অকর্মা' অ্যাখ্যা দিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট একের পর এক টুইটে ব্রিটিশ রাষ্ট্রদূতের পাশাপাশি ব্রেক্সিট কার্যকরে থেরেসা মে'র ব্যর্থতারও কড়া সমালোচনা করেছেন। ট্রাম্পের মন্তব্য, ব্রেক্সিট নিয়ে থেরেসা 'জগাখিচুড়ি পাকিয়েছেন'। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রদূতের ওই ই-মেইল ফাঁসের ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে এরপরও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের 'বিশেষ ও টেকসই' সম্পর্ক বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছে। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, 'ফাঁসের এ ঘটনা যে কতখানি দুর্ভাগ্যের, তা যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করেছি আমরা। বাছাই করা সুনির্দিষ্ট কিছু অংশের এই ফাঁস আমাদের ঘনিষ্ঠতা ও একে অপরের প্রতি যে সম্মান, তার প্রতিফলন নয়।' রাষ্ট্রদূতরা যে যে দেশে কাজ করেন, সেখানকার রাজনীতি সম্পর্কে তাদের 'সৎ মূল্যায়ন' পাঠানো খুবই প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন মুখপাত্র। ফাঁসের ঘটনার পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত কিম ডেরকের পাশেই আছেন বলে জানান তিনি।