'ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হতে দেয়া হবে না'

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সোমবার ইসরাইলপন্থি খ্রিস্টানদের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এমন সময় তিনি এ মন্তব্য করলেন, যখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান। সংবাদসূত্র : আনাদোলু নিউজ এজেন্সি, রয়টার্স 'ক্রিস্টিয়ানস ইউনাইটেড ফর ইসরাইল'র (সিইউএফআই) সম্মেলনে দেয়া ভাষণে মাইক পেন্স বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষতিকর প্রভাবের বিরোধিতা চালিয়ে যাবে। ওয়াশিংটন কখনো তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের জেরে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে ইরানের আংশিক সরে আসায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনায় অবিলম্বে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পরাশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র সরে আসায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান। ৭ জুলাই থেকে এটি কার্যকর হয়েছে। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তেহরানের এভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটাই উদ্দেশ্য। আর তা হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করা। অন্যদিকে, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণা দেয়ার পর দেশটির গতিবিধি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।