সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইমরানের পদত্যাগ দাবি মরিয়মের যাযাদি ডেস্ক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সহসভাপতি মরিয়ম রোববার মধ্যরাতের পর এক জনসভায় এ দাবি করেন। তিনি পাক প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, তার বাবাকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে। তাকে এভাবে জেলবন্দি রাখার পেছনে অন্য এক অদৃশ্য হাতের খেলা রয়েছে। পাক বিচার বিভাগের কাজ নিয়েও তোপ দাগেন মরিয়ম। তিনি দাবি করেছেন, বিচার বিভাগ যেভাবে তার বাবাকে কারাবন্দি করেছে, তা পুরোটাই হয়েছে বোঝাপড়ার ভিত্তিতে। তার বক্তব্যে বিচার বিভাগের স্বাতন্ত্র্যের প্রতি অনাস্থাই প্রকাশ পেয়েছে। মরিয়ম দাবি করেছেন, তার বাবা নওয়াজ শরিফ একদিন জেল থেকে ছাড়া পাবেন এবং দেশের প্রধানমন্ত্রী হবেন। উলেস্নখ্য, কদিন আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাজা দিতে বিচারককে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তার মেয়ে মরিয়ম। তার দাবি, বিচারপ্রক্রিয়ার সঙ্গে আপস করা হয়েছে। চাপের মুখে পড়ে শাস্তি দেয়া হয়েছে তার বাবাকে। সংবাদসূত্র : পিটিআই ট্রাম্পের অনুরোধে 'না' জার্মানির যাযাদি ডেস্ক সিরিয়ায় সেনা মোতায়েন বিষয়ক ট্রাম্পের অনুরোধ নাকচ করে দিয়েছে জার্মানি। সোমবার রাজধানী বার্লিনে এক প্রেস ব্রিফিংয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেইবার্ত এ তথ্য জানিয়েছেন। জার্মানির এমন সিদ্ধান্তে ট্রাম্প ক্ষিপ্ত হতে পারেন বলেও আশঙ্কা করেছেন স্টিফেন সেইবার্ত। সিরিয়ায় ইউরোপীয় দেশগুলো বড় ভূমিকা রাখবে বলে আশা করেন ট্রাম্প। এ জন্য সিরিয়ায় স্থলে সেনা মোতায়েনের বিষয়ে ওয়াশিংটন বার্লিনকে অনুরোধ করেছে বলে রোববার বার্লিনে জানিয়েছিলেন সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি। এদিন সিরিয়া বিষয়ে আলোচনার জন্য জেফরি বার্লিন সফর করেন। সফরে জেফরি গণমাধ্যমকে বলেন, 'আমরা আশা করি জার্মানি আমাদের অনুরোধ নাকচ করবে না।' কিন্তু এর এক দিন পরই ট্রাম্পের অনুরোধ নাকচ করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান জার্মান সরকারের মুখপাত্র। সংবাদসূত্র : পার্স টুডে গোরক্ষকরা পেটাল ট্রেন চালককে যাযাদি ডেস্ক গরুকে ধাক্কা দিয়েছে ট্রেন। আর তার রোষ গিয়ে পড়ল ট্রেনের চালকের ওপর। গোরক্ষকের হাতে তিন-তিনবার চরম হেনস্থার শিকার হতে হয়েছে তাকে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের মেহসানায়। শনিবার সিধপুর ও মেহসানার মধ্যে চলা গোয়ালিয়র-আহমদাবাদ সুপারফাস্ট ট্রেনের পাইলটকে তিনবার মারধর করে গোরক্ষকরা। মেহসানা জিআরপিতে দায়ের করা অভিযোগে জানানো হয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ সিধপুর জাংশনের কাছে একটি গরু হঠাৎ রেল ট্র্যাকের ওপর চলে আসে। তবে থামার সুযোগ না থাকায় গরুটির ওপর দিয়েই ট্রেন চালিয়ে দেন চালক জিএ ঝালা। সংবাদসূত্র : ইনডিয়া টাইমস