মাওবাদী হওয়া দোষ নয় :কেরালা হাইকোর্ট

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মাওবাদের প্রতি বিশ্বাস কোনো অপরাধমূলক কর্মকান্ড নয়; ভারতের কেরালার নিম্ন আদালতের দেয়া এই রায় বহাল রেখেছে সেখানকার উচ্চ আদালত। সেই সঙ্গে ব্যক্তিস্বাধীনতা ও গোপনীয়তার অধিকার খর্ব করায় কেরালা পুলিশকে দেয়া এক লাখ টাকা জরিমানার নির্দেশও বহাল থাকছে। সংবাদসূত্র : ইনডিয়া টুডে ষাটের দশকের শেষ দিকে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ী থেকে মাওবাদী আন্দোলন ছড়িয়ে পড়ে। তবে নকশালপন্থি আন্দোলন সত্তরের দশকের প্রথমার্ধ্ব থেকেই গতি হারাতে শুরু করেছিল। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ছত্তিশগড়ের জঙ্গলসহ ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও মাওবাদী আন্দোলন জোরালো হতে শুরু করে। মাওবাদী তকমা দিয়ে ২০১৪ সালের ২০ মে কেরালার শ্যাম বালাকৃষ্ণনের বাড়ি ওয়ারেন্ট ছাড়াই তলস্নাশি করে পুলিশ। বাড়ি থেকে আপত্তিজনক কিছু না পাওয়া গেলেও তাকে আটকে রাখার জন্য কেরালা পুলিশের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেন বালাকৃষ্ণন। নিম্ন আদালতের রায়ে বলা হয়েছিল, 'কারোর বিশ্বাস কী হবে, তা ঠিক করে দিতে পারে না প্রশাসন। মাওবাদে বিশ্বাস রাখলেই কেউ অপরাধী হয়ে যায় না।'