নাগরিকত্ব প্রশ্নে পিছু হটলেন ট্রাম্প

প্রকাশ | ১৩ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রে আগামী বছর অনুষ্ঠেয় আদমশুমারিতে নাগরিত্ব নিয়ে প্রশ্ন সংযোজন থেকে পিছু হটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক সমালোচনা এবং আদালতের নিষেধাজ্ঞার মুখে বৃহস্পতিবার এ পিছু হটার ঘোষণা দেন তিনি। কারণ শুমারিতে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন সংযোজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সংবাদসূত্র : বিবিসি এর আগে ট্রাম্প বলেছিলেন, ২০২০ সালের আদমশুমারি চলাকালে কে যুক্তরাষ্ট্রের নাগরিক, আর কে নয় এবং কে অবৈধ অভিবাসী- সে বিষয়ে প্রশ্ন সংযোজন করা হবে। তবে প্রতি এক দশক পর হওয়া এই নাগরিক শুমারিতে ১৯৫০ সাল থেকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন সংযোজন করা হয়নি। সমালোচকদের দাবি, এর মাধ্যমে বিপুল অর্থের অপচয় হবে এবং কংগ্রেসের নির্বাচনে কোন্‌টি রিপাবলিকানদের এলাকা, সেটি চিহ্নিত করতে সুবিধা হবে ক্ষমতাসীনদের। ট্রাম্প অবশ্য এই প্রশ্ন সংযোজন বাতিল করলেও বৃহস্পতিবার রাতে এক নির্বাহী আদেশে বিভিন্ন মন্ত্রণালয়কে ভিন্নভাবে নাগরিকত্ব বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বেশ কয়েকটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, 'নাগরিকত্ব শব্দটি তারাই লড়ছে, যারা নাগরিক হতে গর্ববোধ করে না।'