ভারত যুদ্ধবিমান না সরালে পাকিস্তানও আকাশ খুলবে না

প্রকাশ | ১৩ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারত যুদ্ধবিমান না সরালে পাকিস্তানও তার আকাশসীমা খুলে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিকে এ কথা জানিয়েছেন সে দেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব শাহরুখ নুসরাত। সংবাদসূত্র : ডন, এবিপি জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে গত ২৬ ফেব্রম্নয়ারি পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। তারপরের দিন থেকেই পাকিস্তান তার আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। ওই সীমা পেরিয়ে ভারতীয় বিমানের যাওয়া-আসা নিষিদ্ধ হয়ে যায়। বালাকোটের ঘটনার পর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বেসামরিক বিমান পরিবহন সংস্থার মহাপরিচালক নুসরাত বৃহস্পতিবার পাক পার্লামেন্টের সিনেট স্ট্যান্ডিং কমিটিকে বলেন, তার দপ্তরের পক্ষ থেকে এরই মধ্যে ভারতকে জানিয়ে দেয়া হয়েছে, সীমান্তবর্তী বিমানঘাঁটিগুলো থেকে দিলিস্ন যদি যুদ্ধবিমান সরিয়ে না নেয়, তাহলে ইসলামাবাদও বাণিজ্যিক প্রয়োজনে ভারতীয়দের জন্য পাকিস্তানের আকাশসীমা খুলে দেবে না। নুসরাতের কথায়, 'ভারতই আমাদের ওই আকাশসীমা খুলে দেয়ার অনুরোধ জানিয়েছিল। আমরা বলেছি, আপনারা আগে সীমান্তবর্তী বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমান সরিয়ে নিন। তারপর আমরাও আকাশসীমা খুলে দেব। কিন্তু পদক্ষেপটা আগে আপনাদেরই করতে হবে।'