সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলা

সাংবাদিক, জাতিসংঘ কর্মকর্তা বিদেশিসহ নিহত ২৬

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সাংবাদিক হোদান নালায়েহ
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩ বছর বয়সী কানাডিয়ান-সোমালি টেলিভিশন সাংবাদিক হোদান নালায়েহসহ দুই সাংবাদিক রয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কেনিয়া ও তানজানিয়ার নাগরিকও রয়েছেন। এ ছাড়া জাতিসংঘের এক কর্মকর্তাও নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বন্দর শহর কিসমায়ের আসাসেই হোটেলে এই হামলায় পুলিশ প্রাথমিকভাবে ১৩ জন নিহতের খবর দিয়েছিল। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স দেশটির কর্মকর্তারা ও হামলায় বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছেন, এক আত্মঘাতী হামলাকারী আসাসেই হোটেলে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে ঢুকে পড়ে। এরপরই বন্দুকধারীরা হোটেলের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। পরে রাতভর অভিযানের পর তাদের নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। স্থানীয় সংবাদমাধ্যম এবং 'সোমালি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন' জানিয়েছে, নিহতদের মধ্যে নালায়েহ (৪৩) এবং তার স্বামী ফরিদ রয়েছেন। ইন্টিগ্রেশন টিভির ইংরেজি ভাষার একটি অনুষ্ঠান প্রযোজনা ও উপস্থাপনা করতেন সাংবাদিক নালায়েহ। ওই অনুষ্ঠানে তিনি সোমালিদের জীবনযাপন নিয়ে কথা বলতেন। তিনি তার সাম্প্রতিক অনুষ্ঠানগুলোতে সোমালিয়ার নারী উদ্যোক্তাদের ইতিবাচক ভূমিকার ওপর আলোকপাত করতেন। হামলার সময় আসাসেই হোটেলে আঞ্চলিক রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন গোষ্ঠীর বয়স্ক নাগরিকরা অবস্থান করছিলেন। আসন্ন আঞ্চলিক নির্বাচন নিয়ে আলোচনার জন্য জড়ো হয়েছিলেন তারা। আঞ্চলিক প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে তিনজন কেনিয়ার নাগরিক, যুক্তরাজ্যের একজন, যুক্তরাষ্ট্রের দুইজন এবং তিনজন তানজানিয়ার নাগরিক রয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, 'নিহতদের মধ্যে জুব্বাল্যান্ডের আঞ্চলিক প্রেসিডেন্ট প্রার্থী সুরুয়িয়ে রয়েছেন। চার হামলাকারী হোটেলে হামলা চালায়। তাদের একজন ছিল আত্মঘাতী গাড়ি হামলাকারী। অপর দুইজন গুলিতে নিহত, আরেকজনকে জীবিত অবস্থায় আটক করেছে জুব্বাল্যান্ডের নিরাপত্তা বাহিনী।'