পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
অ্যালেক্সান্ডার অ্যাকোস্টা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্রমমন্ত্রী অ্যালেক্সান্ডার অ্যাকোস্টা পুরনো একটি শিশু যৌন অপরাধ মামলা নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফ্লোরিডার সাবেক কৌঁসুলি অ্যাকোস্টা শুক্রবার সকালে হোয়াইট হাউস থেকেই এই ঘোষণা দেন। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প তার পাশেই ছিলেন। ধনাঢ্য ব্যবসায়ী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে ওই পুরনো মামলার সুরাহা অ্যাকোস্টা যেভাবে করেছিলেন, তা নিয়ে বিতর্কের জেরে ডেমোক্রেটরা তার পদত্যাগ দাবি করেছিল। ট্রাম্প বলেছেন, তার কথায় অ্যাকোস্টা পদত্যাগ করেননি। তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার জায়গায় এখন উপ-শ্রমমন্ত্রী প্যাট্রিক পিজেলস্না ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী হিসেবে কাজ করবেন বলে জানান ট্রাম্প। অ্যাকোস্টা ২০০৮ সালে দক্ষিণ ফ্লোরিডার অ্যাটর্নি থাকাকালে জেফরি এপস্টেইনকে যৌনতার জন্য শিশুপাচারের একটি মামলায় কেন্দ্রীয় সরকারের বিচার থেকে অব্যাহতির ব্যবস্থা করে ব্যাপকভাবে সমালোচিত হন। এপস্টেইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ফেডারেল এবং স্থানীয় পর্যায়ে তদন্ত চলে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মত বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সংশ্রব থাকা ধনাঢ্য ব্যবসায়ী জেফরি এপস্টেইন গত ৬ জুলাই শিশু পাচারের অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তার হওয়ার পর পুরনো বিতর্ক আবার নতুন করে সামনে আসে। সংবাদসূত্র : বিবিসি