মৌসুমি ঝড় ব্যারি

লুইজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে মৌসুমি ঝড় 'ব্যারি'। ফলে অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জরুরি অবস্থা ঘোষণার কারণে স্থানীয় সরকার ঝড়ে জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে কেন্দ্র থেকে বড় ধরনের সহায়তা পাবে। গত কয়েক দিনে ধরে মেক্সিকো উপসাগরে অবস্থান করা ঝড় ব্যারি আরও শাক্তি সঞ্চয় করে হ্যারিকেনের রূপ নিয়ে ভূমিতে আছড়ে পড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। ওই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০৪ কিলোমিটারের বেশি হতে পারে। বর্তমানে ব্যারি ঘণ্টায় তিন মাইল বেগে লুইজিয়ানার দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার সকাল নাগাদ সেটির উপকূলে আঘাত হানার কথা। ব্যারির প্রভাবে নিউ অরলেন্স নগরীতে ঝড়ো হওয়া ও ভারি বর্ষণ হতে পারে। সেখানে এরই মধ্যে বজ্রঝড় শুরু হয়ে গেছে। ঝড়ের সঙ্গে আকস্মিক বন্যা বড় ধরনের ঝুঁকি হয়ে উঠতে পারে বলে স্থানীয়দের সতর্ক করেছে 'ন্যাশনাল ওয়েদার সার্ভিস'। এর আগে ২০০৫ সালে হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে নিউ অরলেন্স নগরী পানির নিচে তলিয়ে গিয়েছিল। সংবাদসূত্র : বিবিসি