মুম্বাইয়ে পাঁচ তলা ভবন ধসে ১২ জন নিহত

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি পাঁচ তলা ভবন ধসে কমপক্ষে ১২ জন নিহত ও ধ্বংস্তূপের নিচে প্রায় ৪০ থেকে জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঘনবসতিপূর্ণ ডোংরি আবাসিক এলাকায় ভবনটি ভেঙে পড়ে। সংবাদসূত্র : এনডিটিভি দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) তিনটি বড় দল ঘটনাস্থলে গিয়ে জীবিতদের খোঁজ করছে। জীর্ণ ভবনে ভরা ও সরু রাস্তার এই এলাকাটি গত সপ্তাহের ভারি বৃষ্টিপাতে ডুবে গিয়েছিল। এলাকার রাস্তাটি সরু হওয়ায় উদ্ধারকারী ভারী মেশিনপত্র সেখানে নেয়া সম্ভব হচ্ছে না। উদ্ধারকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে। ভবনটি ধসে পড়তে দেখা এক কিশোর বলেছে, 'আমরা বিকট একটা শব্দ শুনি। বাড়িটি পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে বলে সবাই চিৎকার করছিল। আমি দৌড় দেই। বড় ভূমিকম্পের মতো মনে হয়েছিল। ভবনটিতে সাত থেকে আটটি পরিবার থাকত।'