উপসাগরীয় অঞ্চলে আরেকটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক উপসাগরীয় অঞ্চলে তৃতীয় যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জিব্রাল্টার প্রণালিতে ব্রিটিশ নৌবাহিনী ইরানি তেল ট্যাংকার আটকের পর দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এমন ঘোষণা এলো। তবে ব্রিটিশ সরকারের দাবি, ইরান পরিস্থিতির সঙ্গে অঞ্চলটিতে তৃতীয় যুদ্ধজাহাজ পাঠানোর কোনো সম্পর্ক নেই। সংবাদসূত্র : আল-জাজিরা, পাস টুডে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে পারস্য উপসাগরে 'এইচএমএস কেন্ট' যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। কৌশলগত ওই অঞ্চলে নিরাপত্তা রক্ষার কাজে অংশগ্রহণ ধরে রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যুক্তরাজ্য জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে বর্তমানে 'এইচএমএস মন্ট্রোস' নামে তাদের যে যুদ্ধজাহাজটি রয়েছে, সেটি মেরামতের জন্য দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর পরিবর্তে 'এইচএমএস ডানকান' নামে একটি ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। আগামী সপ্তাহে ডানকান পারস্য উপসাগরে প্রবেশের কথা রয়েছে। উলেস্নখ্য, গত ৪ জুলাই ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টার প্রণালি থেকে ইরানি তেলবাহী সুপার ট্যাংকার আটক করে ব্রিটিশ সেনারা।