রাহুলের বিকল্প হিসেবে প্রিয়াঙ্কা রব উঠেছে!

জ্জ গান্ধী পরিবারের সদস্য বলে অনেকে প্রিয়াঙ্কার নাম সুপারিশ করতে সাহস পাচ্ছে না

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রিয়াঙ্কা গান্ধী
যাযাদি ডেস্ক নির্বাচনী পরাজয়ের দায় নিয়ে সভাপতি পদ ছেড়ে দিয়েছেন রাহুল গান্ধী। তারপর দুই মাস কেটে গেলেও এখন পর্যন্ত তার বিকল্প কাউকে খুঁজে বের করতে পারেনি কংগ্রেস নেতৃত্ব। এমন পরিস্থিতিতে দলের ভেতর আবারও 'প্রিয়াঙ্কা লাও কংগ্রেস বাঁচাও' রব উঠতে শুরু করেছে। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ চলতি বছরের শুরুতে লোকসভা নির্বাচনের ঠিক আগে, দলের পক্ষ থেকে পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন প্রিয়াঙ্কা গান্ধী। বারানসি হোক বা দিলিস্ন, দলের হয়ে প্রচারে সর্বত্র দেখা দিতে শুরু করেন তিনি। তাতে বিশেষ লাভ না হলেও, শেষমেশ সেই প্রিয়াঙ্কার হাতেই জাতীয় কংগ্রেসের দায়ভার তুলে দেয়ার পক্ষপাতী অনেকে, দলীয় সূত্রে এমনটাই জানা গেছে। তবে গত ২৫ মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল, গান্ধী পরিবারের সদস্য নন- এমন কাউকে ওই পদে বসানোর প্রস্তাব দিয়েছিলেন, তাই অনেকে খোলাখুলি প্রিয়াঙ্কার নাম সুপারিশ করতে সাহস পাচ্ছেন না। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে ভারতের কয়লামন্ত্রী ছিলেন শ্রী প্রকাশ জয়সওয়াল। তিনি বলেন, 'অনেকেই এই দাবি তুলতে শুরু করেছেন। আমি নিজেও প্রিয়াঙ্কাকে কংগ্রেস সভাপতি পদে বসানোর পক্ষপাতী। উনি গান্ধী পরিবারের সদস্য। চিন্তাভাবনা প্রগতিশীল। দলকে নেতৃত্ব দেয়ার ক্ষমতাও তার রয়েছে।' তিন তিনবার লোকসভার এমপি নির্বাচিত হওয়া ভক্তচরণ দাসের কথায়, 'দলের মাঠ পর্যায়ের কর্মী থেকে শীর্ষস্থানীয় নেতা, লাখ লাখ কংগ্রেস সদস্যের একটাই দাবি, রাহুলের জায়গায় প্রিয়াঙ্কাকে আনা হোক।' তিনি আরও বলেন, দীর্ঘ দিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু সমস্যা হলো, দাবিটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। প্রিয়াঙ্কা তো রয়েছেন, সেই সঙ্গে নির্ভরযোগ্য একটা টিম থাকতে হবে, আমাদের করে দেখাতেই হবে।' তবে দলের এত সংখ্যক কর্মী যখন এই দাবি তুলছেন এবং শীর্ষ নেতৃত্বের একাংশ যখন এ ব্যাপারে অবগত, তাহলে প্রিয়াঙ্কার নাম সুপারিশে আপত্তি কোথায়? এ নিয়েও কংগ্রেসের পক্ষ থেকে নানা মত উঠে আসছে। অনেকে দাবি করছেন, রাহুলের মতো দলের ভেতরে প্রিয়াঙ্কার গ্রহণযোগ্যতা এখনো পর্যন্ত সেভাবে তৈরি হয়নি। আবার মে মাসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রিয়াঙ্কার কড়া মন্তব্য নিয়েও অনেকে তার ওপর চটে রয়েছেন। জানা গেছে, বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত পাল্টানো নিয়ে রাহুলকে জোরাজুরি করছিলেন শীর্ষ নেতাদের অনেকে, যা একেবারেই পছন্দ হয়নি প্রিয়াঙ্কার। তাই সাফ জানিয়ে দিয়েছিলেন, 'যারা দলটাকে খুন করেছেন, তারা তো এখানেই বসে রয়েছেন।' সেই কারণেই প্রিয়াঙ্কার নামে জোর দেয়া হচ্ছে না বলে জানা গেছে। অবশ্য কংগ্রেসের ওয়ার্কিং কমিটির পরবর্তী বৈঠকে রাহুল গান্ধীর পদত্যাগ গৃহীত হলে, সেখানে পরবর্তী কংগ্রেস-প্রধান নিয়ে আলোচনায় প্রিয়াঙ্কার নাম সুপারিশ করা হতে পারে। রাহুলের বিকল্প হিসেবে এর মধ্যেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং শচিন পাইলটকের নাম শোনা যাচ্ছে। কিন্তু অল্প বয়স এবং জনপ্রিয়তা, এই দুই দিক দেখলে, দৌড়ে এগিয়ে প্রিয়াঙ্কা। সেই সঙ্গে ইন্দিরা গান্ধীর নাতনীকে নিয়ে আবেগও রয়েছে সাধারণ মানুষের মধ্যে।