ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট উরসুলা

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
উরসুলা ফন ডেয়ার লিয়ন
যাযাদি ডেস্ক ইউরোপীয় কমিশনের (ইসি) প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক জার্মান প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডেয়ার লিয়ন। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের ৩৮৩ জন সদস্য তার পক্ষে ভোট দিয়েছে। আর বিপক্ষে ভোট পড়ে ৩২৭টি। ১ নভেম্বর বিদায়ী প্রেসিডেন্ট জঁ্য ক্লদ জাঙ্কারের স্থলাভিষিক্ত হবেন উরসুলা। এদিকে, এরই মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের মনোনয়ন পেয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরাসি নারী রাজনীতিক ক্রিস্টিন লাগার্দ। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন পার্লামেন্টের সদস্যরা। গোপন ব্যালটে কাউন্সিল মনোনীত জার্মান রাজনীতিক উরসুলা ভন ডার লিয়নের পক্ষে-বিপক্ষে ভোট দেন তারা। ভোট গণনার পর পার্লামেন্টের প্রেসিডেন্ট জানান, জয়ের জন্য ৩৭৪ ভোটের প্রয়োজন হলেও, উরসুলা পেয়েছেন ৩৮৩ ভোট। বিজয়ের প্রতিক্রিয়ায় আগামী ৩০ বছরের মধ্যে ইউরোপকে কার্বন নিঃসরণমুক্ত করার ঘোষণা দেন তিনি। ইউরোপীয় কমিশনের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট উরসুলা বলেন, 'প্রচার-প্রচারণা এবং পার্লামেন্ট সদস্যদের কাছে আমাদের পরিকল্পনা তুলে ধরার জন্য মাত্র ১৩ দিন সময় পেয়েছিলাম। আমাদের অন্যতম লক্ষ্য ২০৫০ সালের মধ্য জলবায়ু পরিবর্তনরোধ করা। এটা অত্যন্ত জরুরি। অনেক কিছুতে পরিবর্তন আনতে হবে। এজন্য সবার ঐকমত্য জরুরি। ভোটের আগে পার্লামেন্টে দেয়া ভাষণে শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইউরোপ গড়ার প্রতিশ্রম্নতি দেন উরসুলা। গ্রহণযোগ্য কারণ দর্শালে যুক্তরাজ্যের জন্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার (ব্রেক্সিট) সময়সীমা বাড়ানোর পক্ষেও মত দেন তিনি। এছাড়া, ইউরোপীয় সীমান্তে নিরাপত্তারক্ষী বাড়ানোর পাশাপাশি আশ্রয়প্রার্থীদের অধিকার রক্ষার ঘোষণাও দেন উসসুলা। এরই মধ্যে কমিশনের বিদায়ী প্রধান জঁ্য ক্লদ জাঙ্কার, কাউন্সিল প্রধান ডোনাল্ড টাস্ক, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, সুইডিশ প্রধানমন্ত্রীসহ অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। রাজনীতিতে আসার আগে চিকিৎসা পেশায় ছিলেন উরসুলা ফন ডেয়ার লিয়ন। জার্মানির মধ্যডানপন্থি এ রাজনীতিক সবশেষ দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১ নভেম্বর পাঁচ বছরের জন্য কমিশনের প্রধানের দায়িত্ব নেবেন তিনি। তবে মাত্র ৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হওয়াকে কমিশনে তার দুর্বল অবস্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে, জোটের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ফরাসি নারী রাজনীতিক ও অর্থনীতিবিদ ক্রিস্টিন লাগার্দকে মনোনয়ন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।