সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পাকিস্তানে হাফিজ সাঈদ গ্রেপ্তার যাযাদি ডেস্ক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। ২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে চার দিন ধরে চালানো জঙ্গি হামলার জন্য এই সংগঠনকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও ভারত। পাকিস্তানের লাহোর শহর থেকে নিকটবর্তী গুজরানওয়ালা শহরে যাওয়ার সময় সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা রাস্তা থেকে বুধবার তাকে আটক করে বলে সাঈদের পরিচালিত দাতব্য সংস্থা 'জামায়াত-উদ-দাওয়ার (জেইউডি) এক মুখপাত্র জানিয়েছেন। তবে কোন্‌ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা পরিষ্কার না হলেও সন্ত্রাসবাদে অর্থায়ন সংক্রান্ত অভিযোগের সঙ্গে সম্পর্কিত কোনো কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। পাকিস্তানে তার বিরুদ্ধে ২৩টি মামলা ঝুলছে। গ্রেপ্তারের পর সাঈদকে বিচার বিভাগের হেফাজতে পাঠানো হয়েছে। কিছু দিন আগে জাতিসংঘ পাকিস্তানকে জঙ্গি দমনে অবিলম্বে ব্যবস্থা নেয়ার ও জঙ্গিদের অর্থের যোগান বন্ধে পদক্ষেপ নিতে চাপ দিয়েছিল, তারপরই পাকিস্তান সাঈদকে গ্রেপ্তার করেছে বলে আন্তর্জাতিক মহলের ধারণা। সংবাদসূত্র : রয়টার্স অস্ত্র :ভারতের সঙ্গে ইসরাইলের চুক্তি যাযাদি ডেস্ক ভারতীয় নৌবাহিনী ও মুম্বাইয়ের এমডিএল শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার সম্পূরক সরঞ্জাম সরবরাহে ৫০০ কোটি ডলারের একটি 'ফলোআপ চুক্তি' হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের রাষ্ট্র-মালিকানাধীন সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। অ্যারোস্পেসের সরবররাহ করা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পালস্নার নৌ ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাপনায় এ চুক্তি হয়েছে বলে বুধবার ইসরাইলি প্রতিষ্ঠানটি জানিয়েছে। মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডের (এমডিএল) শিপইয়ার্ডটি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সাবমেরিন নির্মাণে ব্যবহৃত হয়। ইসরাইলের 'অ্যারোস্পেসের ব্যবস্থাপনা, ক্ষেপণাস্ত্র ও মহাকাশ বিভাগের মহাব্যবস্থাপক বোয়াজ লেভি বলেন, ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সরবরাহের পর গ্রাহকের ব্যবহারিক প্রয়োজনের দেখভালের পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে এ চুক্তি একটি 'ব্রেক থ্রম্ন'। সংবাদসূত্র : রয়টার্স হ্রদের মাটি খুঁড়ে মিলেছে দুই মূর্তি যাযাদি ডেস্ক ভারতে হ্রদের মাটি খুঁড়ে শতাব্দী প্রাচীন দুটি মূর্তি পাওয়া গেছে। কর্ণাটকের মাইসুরু থেকে ২০ কিলোমিটার দূরে আরাসিনাকেরে এলাকায় একটি হ্রদে মূর্তি দুটি পাওয়া যায়। পাথরে খোদাই করা মূর্তিগুলো শিবের সহচর নন্দীর মূর্তি বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ওই হ্রদে দুটি বড় বড় নন্দীর মূর্তি রয়েছে- এমন তথ্য স্থানীয় প্রবীণরা জানতেন। হ্রদের পানির স্তর কমে গেলে মূর্তি দুটি দেখা যেত। তবে বাকি অংশ মাটির নিচেই থাকত। মাইসুরুর রাজা জয়চামারাজা ওয়াদিয়ারবার বেশ কয়েকবার চেষ্টা করেছেন মূর্তিগুলোকে মাটি খুঁড়ে বের করতে। তবে খনন কাজ শেষ হওয়ার আগেই গর্তটি আবার পানিতে ভরে যেত। ফলে খনন কাজ আর শেষ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার চারদিনের চেষ্টায় গত সোমবার বিশাল আকৃতির এ মূর্তি দুটি বের করা সম্ভব হয়েছে। খনন কাজ শেষে পুরাতত্ত্ববিদ এমএল গৌড়া জানান, মূর্তিগুলো ১৬ বা ১৭ শতকের। তিনি জানান, একটি পাথর থেকে একটি মূর্তি তৈরি করা হয়েছে। বড় মূর্তিটি দৈর্ঘ্যে ১৫ ও উচ্চতায় ১২ ফুট। তবে মূর্তিগুলো সম্পূর্ণ নয়। একটি মূর্তি ৬০ শতাংশ ও অন্যটি ৮৫ শতাংশ খোদাই করা হয়েছে। সংবাদসূত্র : ইনডিয়া টাইমস তালাক চাওয়ায় স্ত্রীকে চুবিয়ে হত্যা যাযাদি ডেস্ক তালাক চাওয়ায় স্ত্রীকে বাথটাবে চুবিয়ে হত্যার দায়ে স্বামীকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ১২ বছর আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসায় ওই ব্যক্তি তার স্ত্রীকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করেন। স্থানীয় দৈনিক 'অ্যারিজোনা রিপাবলিক' বলছে, ২০১১ সালে যুক্তরাষ্ট্র থেকে অবতার গ্রিয়াল (৪৪) নামের ওই ভারতীয়কে বহিষ্কার করা হয়। সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালত স্ত্রী হত্যার ঘটনায় তাকে অভিযুক্ত করে। ১২ বছর আগে ২০০৭ সালে ফিনিক্স শহরের নিজ বাসায় স্ত্রী নবনীত কৌরকে (৩০) বাথটাবে চুবিয়ে খুন করেন তিনি। আগামী ২৩ আগস্ট এই ভারতীয়র বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করবে আদালত। ২০০৫ সালে বিয়ে করলেও তাদের মাঝে দীর্ঘ দূরত্বের সম্পর্ক ছিল। গ্রিয়াল কানাডায় এবং কৌর যুক্তরাষ্ট্রে ছিলেন। গ্রিয়ালের আইনজীবীরা বলেন, দুর্ঘটনাবশত তিনি তার স্ত্রীকে হত্যা করেন এবং পরে বেশ কয়েকবার নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সংবাদসূত্র : পিটিআই