যুক্তরাষ্ট্র নিজের পায়ে কুড়াল মেরেছে :জাভেদ জারিফ

ম পরমাণু চুক্তি :এক ঘোড়া কেউ দু'বার কেনে না

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ
যাযাদি ডেস্ক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র নিজের পায়ে কুড়াল মেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। বুধবার জাতিসংঘে দেয়া ভাষণে মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়ে ইরান সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসবে না বলেও জানান তিনি। এর মধ্যেই, তেহরানের বিরুদ্ধে ২৫ ক্রুসহ আমিরাতের নিখোঁজ জাহাজ জব্দের অভিযোগ তুলেছে ওয়াশিংটন। এদিকে, যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী কর্মকান্ড মধ্যপ্রাচ্য সংকট ঘনীভূত করছে বলে জানিয়েছে রাশিয়া। সংবাদসূত্র : বিবিসি, পার্স টুডে, এএফপি জাতিসংঘে টেকসই উন্নয়ন বিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক সম্মেলনে বুধবার ভাষণ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্র সফরে কড়াকড়ি আরোপকে অমানবিক বলেও অভিহিত করেন তিনি। এছাড়া, পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে, উদ্দেশ্যমূলকভাবে ইরানিদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও দাবি করেন জারিফ। এদিন, 'বস্নুমবার্গ' টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পরমাণু চুক্তি পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলেও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, এক ঘোড়া কেউ দু'বার কেনে না। জাভেদ জারিফ বলেন, 'যুক্তরাষ্ট্র সাধারণ ইরানিদের ক্ষতিগ্রস্ত করার জন্য অর্থনৈতিক সন্ত্রাস চাপিয়ে দিচ্ছে। আইনগতভাবে গায়ের জোরে কোনো রাষ্ট্রের নীতিকে পরিবর্তনের চেষ্টা বা বাধ্য করাই সন্ত্রাসবাদ। তাই তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। আমরা চাইলে বহু আগেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারতাম। সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিশ্রম্নতি, গণবিধ্বংসী অস্ত্র তৈরি করা যাবে না। আমরা তাই মেনে চলছি।' ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শত্রম্নরা যখন মধ্যপ্রাচ্যে সমরাস্ত্রের পাহাড় গড়ে তুলছে, তখন তার দেশ কোনো অবস্থায়ই নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না। মার্কিন সরকার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে তেহরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে যে ভুয়া খবর ছড়ানো হয়েছে, সে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেন। জাভেদ জারিফ বলেন, তার দেশ যুক্তরাষ্ট্র-মেক্সিকো আলোচনা থেকে যথেষ্ট শিক্ষা গ্রহণ করেছে। সেখানে ট্রাম্প বাণিজ্য ও অভিবাসী সমস্যা নিয়ে মেক্সিকোকে হুমকি দিয়েছেন এবং চূড়ান্তভাবে চুক্তি স্বাক্ষরের জন্য আরও ছাড় আদায়ের চেষ্টা করছেন। তিনি বলেন, ট্রাম্প মেক্সিকোর সঙ্গে নাফটা চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করতে গিয়ে নতুন নতুন দাবি তুলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বরূপ উন্মোচন করে দিয়ে জারিফ বলেন, 'সুতরাং তিনি (ট্রাম্প) মনে করেন, যা আমার তার পুরোটাই আমাকে দিতে হবে। আর যা তোমার সেটা নিয়ে আলোচনা করতে হবে। এমন ব্যক্তির সঙ্গে ইরান আলোচনায় বসতে পারে না বলে জোর দিয়েছেন তিনি।' এদিকে, হরমুজ প্রণালি থেকে আরব আমিরাতের একটি ছোট জাহাজ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত শনিবার ২৫ জন ক্রুসহ জাহাজটি নিখোঁজ হয়। এর মধ্যেই, ইরানের বিরুদ্ধে সেই জাহাজ জব্দের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান জানায়, তাদের জলসীমায় বিদেশি জাহাজ নিখোঁজের খবর ভিত্তিহীন। যান্ত্রিক ত্রম্নটির শিকার হয়ে সাহায্য চাওয়ার পরই আমিরাতের ওই জাহাজটিকে উদ্ধার করা হয় বলে দাবি তেহরানের।