ফেসঅ্যাপ :তদন্ত করতে বললেন মার্কিন সিনেটর

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ব্যবহারকারীদের বৃদ্ধ অথবা তরুণ দেখানোর ফেসঅ্যাপের বিষয়ে এফবিআইকে তদন্ত করে দেখতে বলেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু ডেমোক্রেট নেতা চাক শুমার। টুইটারে পোস্ট করা এক চিঠিতে তিনি মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য 'শত্রম্নভাবাপন্ন বিদেশি শক্তির' হাতে চলে যেতে পারে আশঙ্কা প্রকাশ করে বিষয়টিকে 'গভীর উদ্বেগজনক' বলে বর্ণনা করেছেন। সংবাদসূত্র : বিবিসি রাশিয়ার একটি কোম্পানির তৈরি করা অ্যাপটি সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে। এর সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের উদ্বেগও দেখা দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সেইন্ট পিটার্সবার্গভিত্তিক 'ওয়্যারলেস ল্যাব' কোম্পানি জানিয়েছে, প্রায় আট কোটি ব্যবহারকারী তাদের অ্যাপটি ব্যবহার করছে। কিন্তু তারা ব্যবহারকারীদের ছবি স্থায়ীভাবে জমা রাখে না এবং মূল্যবান তথ্যও সংগ্রহ করে না, ব্যবহারকারীরা যেসব ছবি এডিটিংয়ের জন্য নির্বাচন করে শুধু সেগুলো আপলোড করে তারা। কোম্পানিটি বলেছে, 'মূল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম'র অবস্থান রাশিয়ায় হলেও ব্যবহারকারীদের তথ্য সেখানে পাঠানো হয় না।