চন্দ্রযান-২ উড়বে ২২ জুলাই

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক চাঁদের দক্ষিণ মেরুতে নামার লক্ষ্যে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-২ আগামী সপ্তাহে ফের উড়ালের চেষ্টা করবে বলে জানিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ২২ জুলাই, সোমবার স্থানীয় সময় বেলা ২টা ৪৩ মিনিটে প্রায় হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত মহাকাশযানটি যাত্রা শুরু করবে বলে বৃহস্পতিবার ঘোষণা করেছে ইসরো। এর আগে গত সোমবার ভোররাতে মনুষ্যবিহীন এ মহাকাশযানটির উড্ডয়নের কথা থাকলেও নির্ধারিত সময়ের ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে যান্ত্রিক গোলযোগের কারণে তা স্থগিত হয়। সফলভাবে চাঁদে অবতরণ করতে পারলে চন্দ্রযান-২ ভারতকে চন্দ্রজয়ী রাষ্ট্রগুলোর তালিকায় চতুর্থ স্থানে নিয়ে যাবে। সংবাদসূত্র :এনডিটিভি