জাপানে স্টুডিওতে আগুন

সন্দেহভাজনের নাম জানাল পুলিশ

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
জাপানে কিয়োটোর অ্যানিমেশন স্টুডিওতে আগুন লাগানোর ঘটনায় ধরা পড়া সন্দেহভাজন ব্যক্তির নাম শিনজি আওবা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালের ওই ঘটনায় ৩৩ জন নিহত এবং আরও ৩৬ জন আহত হন। জাপানে দুই দশকের মধ্যে এটিই সবচেয়ে বেশি মানুষের মৃতু্যর এমন ভয়াবহ ঘটনা। সংবাদসূত্র : বিবিসি ভবনে আগুন লাগানোর সন্দেহে পুলিশ শিনজি আওবাকে আটক করে। আহত এ সন্দেহভাজনকে হাসপাতালে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জেরা করার জন্য চিকিৎসা করে সারিয়ে তোলার চেষ্টা চলছে। স্টুডিওটির কাছের একটি পেট্রল স্টেশনের সিসিটিভি ফুটেজে আগুন লাগার ঘটনার কিছুক্ষণ আগে আওবাকে দুটি কন্টেইনারে পেট্রল ভরতে দেখা গেছে। পুলিশের ভাষ্য, হামলাকারী কিয়োটো অ্যানিমেশন কোম্পানির স্টুডিও ভেঙে প্রবেশ করে চারদিকে তরল ছিটিয়ে দিয়েছিল। আগুন লাগানোর সময়েও তাকে চিৎকার করে বলতে শোনা গিয়েছিল, 'তোমরা মরো'। ১৯৮১ সালে ইয়োকো হাত্তা নামের এক নারী নিজেকে স্বাবলম্বী করতে তার স্বামী হিডেকি হাত্তাকে সঙ্গে নিয়ে কিয়োটো অ্যানিমেশন প্রতিষ্ঠা করেন। 'কিয়োঅ্যানি' নামেই এ স্টুডিও বেশি পরিচিত।