ইরাকে কূটনীতিক হত্যা

পিকেকের ওপর তুর্কি বিমান হামলা

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরাকের কুর্দিস্তানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। এ অঞ্চলে আঙ্কারার এক কূটনীতিককে হত্যার জবাবে বৃহস্পতিবার হামলা চালানো হয়। এর আগে, বুধবার ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে তুরস্কের ভাইস কনসাল আরবিলে নিহত হন। পুলিশ জানায়, ওই বন্দুক হামলায় আরও দুইজন প্রাণ হারান। এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এই হামলার পেছনে তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাত থাকতে পারে বলে ইরাকের অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন। পিকেকেকে আঙ্কারা 'সন্ত্রাসী' গ্রম্নপ হিসেবে চিহ্নিত করে। চলতি মাসের গোড়ার দিকে পিকেকে জানায়, তুরস্কের এক অভিযানে তাদের সিনিয়র নেতা দিয়ার গারিব মোহাম্মদ নিহত হয়েছেন। তার সঙ্গে অপর দুই যোদ্ধাও নিহত হন। এদিকে, পিকেকের সশস্ত্র শাখার মুখপাত্র বুধবারের বন্দুক হামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। সংবাদসূত্র : এএফপি