উত্তরপ্রদেশে হত্যাকান্ড

এবার আটকে দেয়া হলো তৃণমূল এমপিদের

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
কংগ্রেস সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর পর এবার ভারতের উত্তরপ্রদেশের বারানসি বিমানবন্দরে আটকে দেয়া হলো ডেরেক ও'ব্রায়েনসহ তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলকে। সম্প্রতি বারানসির সোনভদ্রায় জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে ১০ জন নিহত হন। শুক্রবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পথে কংগ্রেসেরে সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রাখে পুলিশ। সংবাদসূত্র : এনডিটিভি শনিবার তৃণমূলের প্রতিনিধি দল বিমানবন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়। এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, 'ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এমনটা করা হয়েছে।' তৃণমূলের প্রভাবশালী নেতা ডেরেক ও'ব্রায়েনও এক ভিডিও বার্তায় তাদের আটকের কথা জানিয়েছেন। তিনি বলেন, 'তৃণমূলের এমপিদের বারানসি বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। তবে কোন্‌ আইনে আমাদের আটকে দেযা হলো, তা স্পষ্ট করে জানায়নি উত্তরপ্রদেশের পুলিশ।'