হংকংয়ে জনসমুদ্র

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
টানা সপ্তম সপ্তাহের মতো চীন শাসিত হংকংয়ে সরাসরি নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। তারই ধারবাহিকতায় রোববার বিক্ষোভকারীরা আডমিরাল্টিতে সরকারি ভবনের সামনে জড়ো হলে যেন জনসমুদ্রে রূপ নেয়। উলেস্নখ্য, এক সময়কার ব্রিটিশ কলোনি হংকং এখন চীনের অংশ। যদিও 'এক দেশ, দুই ব্যবস্থা'র অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। দেশটির নিজস্ব বিচার ও আইনব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন -এএফপি