চীনকে পাল্টা হুশিয়ারি ভারতের

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
কাশ্মীর পুনর্গঠন বিল-২০১৯ এর আওতায় লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করেছে ভারত। এ ব্যাপারে মন্তব্য না করতে চীনকে হুশিয়ারি দিয়েছে দেশটি। কাশ্মীর পুনর্গঠন বিলের আওতায় কাশ্মীরকে দুভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করার কথা বলা হয়েছে। কাশ্মীর ও লাদাখ হবে পৃথক অঞ্চল। এ নিয়ে মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতকে হুশিয়ার করা হয়। দুই পক্ষের মধ্যে সীমান্তসংক্রান্ত যে সমঝোতা হয়েছিল তা মেনে চলার জন্য এবং সীমান্ত ইসু্যগুলো আরও জটিল করে তুলবে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়। চীনের হুশিয়ারির জবাবে পাল্টা হুশিয়ারি দিয়েছে দিলিস্ন। কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করা হয়। সংবাদসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস