উত্তাল কাশ্মীর: পুলিশের তাড়া খেয়ে একজনের মৃতু্য

গ্রেপ্তার অন্তত ১০০ জন

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
১৪৪ ধারা উপেক্ষা করে কাশ্মীরের শ্রীনগরে সাধারণ নাগরিকরা বিক্ষোভে শামিল হলে সতর্ক অবস্থা নেয় নিরাপত্তা বাহিনী -পিটিআই
অবশেষে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চিত্রটা প্রকাশ্যে আসতে শুরু করল। আর তাতেই আঁচ পাওয়া গেল প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়ে গেছে উপত্যকায়। বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হলেও পরিস্থিতিটা তেমনই। বিরোধীদের আশঙ্কা ছিলই। বুধবার দেখা গেল ১৪৪ ধারা উপেক্ষা করেই শ্রীনগরের রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভে শামিল কাশ্মীরের সাধারণ নাগরিক। সেই বিক্ষোভকে ঘিরেই সংঘর্ষ। ঘটল প্রাণহানির ঘটনাও। গুলিবিদ্ধ এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। গ্রেপ্তারও হয়েছেন শতাধিক। সংবাদসূত্র : এবিপি এটা তো শুধু শ্রীনগরের চিত্র। উপত্যকার বাকি অংশের ছবিটা ঠিক কেমন, তা যদিও এখনো স্পষ্ট নয়। এখনো বন্ধ ল্যান্ডলাইন, মোবাইল, ইন্টারনেট, ব্রডব্যান্ড, কেবল পরিষেবা। সেগুলো চালু হলে এই প্রতিবাদ-বিক্ষোভ যে আরও বাড়বে, এমন আশঙ্কাই দানা বেঁধেছে পুলিশ-প্রশাসনের অন্দরে। মঙ্গলবারই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেন্দ্রকে পাঠানো রিপোর্টে জানিয়েছিলেন, জম্মু-কাশ্মীরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রয়েছে। ৩৭০ অনুচ্ছেদ রদকে স্বাগত জানিয়েছেন কাশ্মীরবাসী। তখনই অনেকে আঁচ করেছিলেন, এই শান্তি চিরস্থায়ী নাও হতে পারে। তার আঁচ পাওয়া গেল এ দিনই। ১৪৪ ধারা উপেক্ষা করেই এ দিন দফায় দফায় বিক্ষোভ-মিছিল হয়েছে শ্রীনগরে। পুলিশ-সেনা জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোড়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে একাধিক দলের। পুলিশ সূত্রে খবর, একটি দলের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তার মধ্যেই একজনকে তাড়া করে পুলিশ। সেই তাড়া খেয়েই ঝিলম নদীতে ঝাঁপ দেন ওই যুবক। পরে তার মৃতদেহ উদ্ধার হয়। ওই সংঘর্ষে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৬ জনের দেহে গুলির ক্ষত রয়েছে। এ ছাড়া আহত অনেকে। অন্তত ১০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একাধিক রাজনৈতিক দলের নেতাও রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্তা এই গ্রেপ্তারির খবর স্বীকারও করে নিয়েছেন। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা। তবে ধৃতদের মধ্যে হেভিওয়েট কোনো রাজনৈতিক নেতা-নেত্রী আছেন কি না, সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি ওই পুলিশকর্তা। এর মধ্যেই বুধবার শোপিয়ানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল। সেখানকার বাসিন্দাদের সঙ্গে খাওয়াদাওয়াও করেন। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছেন উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর পর শোপিয়ানেই সিআরপিএফ-এর একটি ক্যাম্পে যান এনএসএ।