রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন সুষমার

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের দীনদয়াল মার্গের লোদি রোডের শ্মশানে সম্পন্ন হলো সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য। এ সময় দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন -পিটিআই
গান স্যালুটের মাধ্যমে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের দীনদয়াল মার্গের লোদি রোডের শ্মশানে সম্পন্ন হলো সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের শেষকৃত্য। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বিজেপির সদর দপ্তর থেকে সেখানে নিয়ে যাওয়া হয় সুষমার মরদেহ। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিজেপির নেতারা। শেষকৃত্যে উপস্থিত ছিলেন বিরোধীদলের নেতারাও। সুষমা স্বরাজের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভারত। আর চিরবিদায়ের সময় যত এগোচ্ছে ততই যেন শোকের চেহারাটা একটু একটু করে বড় হচ্ছিল। বুধবার, বেলা ১২টা নাগাদ বাসভবন থেকে সুষমার মরদেহ নিয়ে যাওয়া হয় বিজেপির সদর দপ্তরে। সেখানে বেশ কিছুক্ষণ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা ছিল মরদেহ। তারপর, বিকালে তার দেহ নিয়ে যাওয়া হয় লোদি ঘাটে। সুষমার প্রয়াণে শোকের ছায়া রাজনীতিক, ক্রীড়ামহল থেকে বিনোদন জগতেও। তার মৃতু্যতে শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। মঙ্গলবার রাতে দিলিস্নর এইমস-এ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য হয় সুষমার। শেষ শ্রদ্ধা জানানোর জন্য এদিন সকালেই সুষমার বাসভবনে উপস্থিত হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লালকৃষ্ণ আদভানী, মনমোহন সিংহ, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীসহ বহু শীর্ষস্থানীয় নেতানেত্রীরা।