কাশ্মীরে সাবেক দুই মুখ্যমন্ত্রীর মুক্তি চেয়ে মামলা

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা করেছেন দেশটির অধিকারকর্মী তেহসিন পুনাওয়ালা। কাশ্মীর উপত্যকায় চলমান অচলাবস্থাকেও চ্যালেঞ্জ করেছেন তিনি। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আব্দুলস্নাহর মুক্তি চেয়েও আবেদন করেন তিনি। সংবাদসূত্র : এনডিটিভি এই মামলার জরুরি শুনানি চেয়ে সোমবার গ্রেপ্তার হওয়া মেহবুবা মুফতি ও ওমর আবদুলস্নার মুক্তির আদেশ দেয়ার জন্যও শীর্ষ আদালতকে অনুরোধ করেছেন তেহসিন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জম্মু ও কাশ্মীরের বিষয়ে বড় ঘোষণা করার কয়েক ঘণ্টা আগেই সোমবার থেকে গৃহবন্দি করে রাখা ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের কবে মুক্তি দেয়া হবে, সে ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি কেন্দ্রীয় সরকার। তেহসিন দাবি করেন, যেন জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি জানতে একটি বিচার বিভাগীয় কমিশন নিয়োগ করা হয়। উলেস্নখ্য, গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া হয়। এদিকে, জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে।