সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কাশ্মীর সংকট নারী-শিশুদের নিয়ে উদ্বিগ্ন মালালা যাযাদি ডেস্ক ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই কাশ্মীরে সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে কাশ্মীরি শিশু এবং নারীদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী পাকিস্তানি মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। তিনি জানিয়েছেন, সেখানকার নারী এবং শিশুরা কেমন আছে, তা নিয়ে তিনি চিন্তিত। এক টুইট বার্তায় মালালা বলেন, 'আমি যখন ছোট, এমনকি আমার মা-বাবা যখন ছোট এবং আমার দাদা যখন তরুণ, তখন থেকেই কাশ্মীরের লোকজন সংঘাতের মধ্যে বসবাস করছে।' ওই অঞ্চলে শান্তি নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ২২ বছর বয়সী এই মানবাধিকার কর্মী। তিনি বলেন, 'আজ আমি কাশ্মীরি শিশু এবং নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কারণ সহিংসতায় সবচেয়ে বেশি দুর্ভোগ সহ্য করতে হয় নারী এবং শিশুদের। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে পাকিস্তান বুধবার বহিষ্কার করেছে। একই সঙ্গে দিলিস্নতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ইসলামাবাদে ফেরত আসতে বলা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই কাশ্মীর ইসু্যতে বক্তব্য রাখলেন মালালা ইউসুফজাই। দিলিস্নতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ইসলামাবাদে ফেরত আসতে বলেছে পাকিস্তান। সংবাদসূত্র : ডন আলোচনা বাতিল মাদুরো দায়ী করলেন মার্কিন অবরোধকে যাযাদি ডেস্ক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার বিরোধী রাজনীতিকদের সঙ্গে নির্ধারিত আলোচনা বাতিলের জন্য মার্কিন অবরোধকে দায়ী করেছেন। নরওয়ের মধ্যস্থতায় বারবাডোসে বৃহস্পতি ও শুক্রবার বিরোধী নেতা হুয়ান গুইদোর প্রতিনিধিদলের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল, মাদুরো তার সরকারি প্রতিনিধিদলকে সেখানে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অবৈধ নিষেধাজ্ঞাসহ অব্যাহত আগ্রাসনের কারণে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মাদুরো। তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার বিরুদ্ধে সোমবার ট্রাম্প নতুন করে অবরোধ আরোপ করেন। তিনি যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার সকল সরকারি সম্পদ জব্দ এবং এর কর্তৃপক্ষের সঙ্গে লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেন। বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ট্রাম্প প্রশাসনের আরোপিত এটি সর্বশেষ অবরোধ। মার্কিন এই অবরোধের বিরুদ্ধে ভেজেুয়েলার রাজধানী কারাকাসে সরকারি সমর্থকরা ব্যাপক বিক্ষোভ করে। সংবাদসূত্র : এএফপি অনলাইন মহারাষ্ট্রে বন্যায় ১৬ জনের প্রাণহানি যাযাদি ডেস্ক ভারতের মহারাষ্ট্রে ভারি বৃষ্টিপাতের ফলে দেখা দেয়া বন্যায় অন্তত ১৬ জনের মৃতু্য হয়েছে। নদ-নদীর পানি উপচে পাঁচটি জেলা পস্নাবিত হয়ে বহু লোক পানিবন্দি হয়ে পড়েছে। কর্তৃপক্ষ এ পর্যন্ত এক লাখ ৪০ হাজারের বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। কিছু জেলায় এক সপ্তাহে ৬৭০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার পর কয়েকটি বাঁধে অতিরিক্ত পানি জমা হলে কর্তৃপক্ষ পানি ছেড়ে দেয়, এতে ওই এলাকার নদীগুলোতে বন্যা দেখা দেয়। পরবর্তী তিন দিনও ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এ কারণে আগাম সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ হেলিকপ্টারযোগে ওই এলাকাগুলোতে আরও উদ্ধারকারী দল পাঠিয়েছে। মুম্বাই ও ব্যাঙ্গালুরুর মধ্যবর্তী একটি মহাসড়কের কয়েকটি অংশ ডুবে যাওয়ায় ওই মহাসড়কে হাজার হাজার ট্রাক আটকা পড়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় বর্ষাকাল চলাকালে প্রতি বছর বন্যা ও ভূমিধসে বহু লোক প্রাণ হারায় এবং লাখ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়। সংবাদসূত্র : এনডিটিভি, রয়টার্স ইয়েমেনে সংঘর্ষে তিন সেনা নিহত যাযাদি ডেস্ক ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী ঠিকানা এডেনে দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে প্রেসিডেন্টের রক্ষী দলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। বুধবারের এ সংঘর্ষে আরও ৯ জন আহত হয়েছে। সংঘর্ষটি ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি সমর্থিত জোট বাহিনীর মধ্যে থাকা ফাটল প্রকট করলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির সরকার একজোট হলেও ইয়েমেনের ভবিষ্যৎ প্রশ্নে তাদের মধ্যে বিরোধ আছে। গত সপ্তাহে এডেনে ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণাঞ্চলের কয়েক ডজন সেনা নিহত হওয়ার পর দু'পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নেয়। নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলের একজন প্রভাবশালী কমান্ডারও আছেন। বন্দর শহর এডেনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদসূত্র : রয়টার্স