লাদাখের তিন এলাকায় জমায়েত নিষিদ্ধ

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক কাশ্মীর উপত্যকায় অচলাবস্থা চলার মধ্যেই এবার চীন ও ভারতের মধ্যকার বিরোধপূর্ণ এলাকা লাদাখের তিনটি এলাকায় বড় জমায়েত নিষিদ্ধ করেছে দিলিস্ন। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে কার্গিল, দ্রাস ও সানকু এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখার পরামর্শ দিয়েছে সরকার। সংবাদসূত্র : ইনডিয়া টুডে গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া হয়। এদিকে, জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। তারমধ্যে একটি জম্মু-কাশ্মীর এবং অপরটি লাদাখ। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মীরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। গ্রেপ্তার করা হয়েছে সেখানকার তিন শতাধিক স্থানীয় নেতাকে। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আর এই অচলাবস্থার মধ্যেই এবার লাদাখের তিন এলাকায় নিষিদ্ধ করা হলো গণজমায়েত। ১৪৪ ধারা জারি করতে গিয়ে কার্গিলের জেলা প্রশাসন জানিয়েছে, কোনো জায়গায় চারজন বা তার বেশিসংখ্যক মানুষের জমায়েত হলেই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। বৃহস্পতিবার ভোর ৫টার পর থেকেই সেখানে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।