পোশাকে ঐতিহ্যের ছাপ

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফ্যাশন এবং ঐতিহ্যর দিক দিয়ে নিজেদের প্রাচীন সভ্যতাকে ধরে রেখেছে এমন একটি দেশ খুঁজতে গেলে সবার আগে চীনের নাম আসবে। দেশটির ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে তাদের পোশাকের ধরন অনেকাংশে জড়িত। তাদের সাধারণ পোশাক হয়ে থাকে বাম দিক থেকে ডান দিকে মোড়া, যার ওপরে বস্নাউজ এবং নিচের দিকটা লম্বা স্কার্ট। এটি তাদের ঐতিহ্যর সঙ্গে জড়িত। তবে বর্তমানে চীনাদের পোশাকের এই ধারণায় কিছুটা পরিবর্তন এসেছে। এখনকার অধিবাসীরা বিভিন্ন কারুকার্য খচিত পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। যেমন দক্ষিণ চীনের কুনমিং শহরের এই নারী ফুল আঁকা ও জরি বসানো বাহারি ডিজাইনের পোশাক ও আকর্ষণীয় ছাতা মাথায় দিয়ে যেন চলতি সময়ের চীনা ফ্যাশনকেই উপস্থাপন করছেন -সিনহুয়া