সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১০ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সার্বিয়ার নাগরিকত্ব পেলেন ইংলাক যাযাদি ডেস্ক থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে নাগরিকত্ব দিয়েছে সার্বিয়া। গত ২৭ জুন সার্বিয়া সরকার তাকে নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সার্বিয়ার স্থানীয় একটি ম্যাগাজিন সরকারি নথির ছবি প্রকাশ করে। যেখানে ২৭ জুন তারিখে ইংলাককে সার্বিয়ার নাগরিকত্ব দেয়ার কথা বলা আছে। নথিতে সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা ব্রানাবিকের স্বাক্ষরও দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে সার্বিয়া সরকার শুক্রবার পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ৫২ বছর বয়সি ইংলাকের মুখপাত্রও কোনো মন্তব্য করতে রাজি হননি। ২০১৪ সালে গণ-আন্দোলনের মধ্যে সেনা অভু্যত্থানে ক্ষমতাচু্যত হন ইংলাক। পরে কারাদন্ডের সাজা এড়াতে ২০১৭ সালের আগস্টে জান্তা সরকারের আমলেই তিনি গোপনে থাইল্যান্ড ছাড়েন। সেখান থেকে দুবাইয়ে তার ভাই থাকসিন সিনাওয়াত্রার কাছে চলে যান। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনও দুর্নীতির দায়ে পাওয়া কারাদন্ড এড়াতে ২০০৬ সাল থেকে স্বেচ্ছা নির্বাসনে আছেন। থাইল্যান্ড থেকে পালিয়ে যাওয়ার মাত্র কয়েকদিন পর চাল ক্রয় প্রকল্পে ভর্তুকি প্রদান নিয়ে অপচয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইংলাককে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়। যদিও ইংলাক ও তার সমর্থকদের দাবি, থাইল্যান্ডের রাজনীতি থেকে সিনাওয়াত্রা পরিবারের মূল উৎপাটন করতেই তাকে এই সাজা দেয়া হয়েছে। থাইল্যান্ড থেকে পালিয়ে যাওয়ার পর ইংলাককে লন্ডন, দুবাই, হংকং এবং জাপানসহ আরও কয়েকটি নগরীতে দেখা গেছে। সার্বিয়ার পাসপোর্ট পেয়ে গেলে ইংলাক কোনো ভিসা ছাড়াই শতাধিক দেশে ভ্রমণ করতে পারবেন। সংবাদসূত্র : বিবিসি, এনডিটিভি কেরালায় বন্যায় ২২ জনের মৃতু্য যাযাদি ডেস্ক ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ বন্যায় ২২ জনের মৃতু্য হয়েছে। রাজ্যের ৯টি জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভূমিধসে ওয়েইনাড় জেলার চা বাগান শ্রমিকদের একটি গুচ্ছবাড়ি এলাকা ভেসে গেছে। এতে কয়েকজন মাটির নিচে চাপা পড়ে আছেন এবং ২০০ লোক আহত হয়েছেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন। ১০০ লোককে জীবিত এবং দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী ও অগ্নিনির্বাপণ বাহিনী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার প্রক্রিয়া শেষ করতে ১২ ঘণ্টা লাগবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সংবাদসূত্র : এনডিটিভি নিরাপত্তা বাহিনীর অভিযান, ১৭ 'সন্ত্রাসী' নিহত যাযাদি ডেস্ক মিসরের রাজধানী কায়রোতে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনদের বিরুদ্ধে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান চালায়। এতে অন্তত ১৭ 'সন্ত্রাসী' নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট সশস্ত্র গ্রম্নপ হাসমের ১৭ সদস্য নিহত হয়েছে। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি কায়রোতে বিভিন্ন গাড়ির মধ্যে সংঘর্ষকে একটি 'সন্ত্রাসী কর্মকান্ড' হিসেবে অভিহিত করেছেন। কেননা, গাড়িগুলোর একটি বিস্ফোরক-ভর্তি ছিল। রাজধানী কায়রোতে 'ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট'র বাইরে রোববার মধ্যরাতের আগমুহূর্তে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরক ভর্তি দ্রম্নতগামী একটি গাড়ি সেখানে অপর তিনটি গাড়িকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। ওই গাড়িবোমায় কমপক্ষে ২০ জন নিহত হন। সংবাদসূত্র : এএফপি অনলাইন