যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে ভারত :ইমরান

প্রকাশ | ১১ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক কাশ্মীর থেকে বিশ্বের নজর ঘোরাতে ভারত 'যুদ্ধের মতো পরিস্থিতি' তৈরি করতে পারে বলে শুক্রবার অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, পুলওয়ামায় হামলার ঘটনার পরেও এমন অবস্থা তৈরি করেছিল ভারত। সংবাদসূত্র : ডন, এনডিটিভি তবে এই দাবি উড়িয়ে দিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, আতঙ্ক সৃষ্টি করছে পাকিস্তানই। আন্তর্জাতিক মহল কোনো যুদ্ধ পরিস্থিতি দেখছে না। এটা ছলচাতুরি করে নজর ঘোরানোর চেষ্টা। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইসু্যতে মধ্যস্থতার প্রস্তাব দেয়াতেই ভারত তড়িঘড়ি করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে বলে মনে করছেন ইমরান। তিনি বলেন, ভারত এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যাতে অন্য পক্ষের ওপর দায় চাপানো যায়। পাক প্রধানমন্ত্রী বলেন, 'এমন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এভাবেই দেখেছি যুদ্ধ বাধতে। আমরা সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছি। কিন্তু তারা ভোটের সময়ও পুলওয়ামাকে কেন্দ্র করেই ফায়দা নিতে চেয়েছে।