দিলিস্ন বিমানবন্দর থেকে কাশ্মীরের নেতা গ্রেপ্তার

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের রাজধানী দিলিস্নর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন শাহ ফয়সাল নামে কাশ্মীরের এক নেতা। তাকে বুধবার গ্রেপ্তারের পর কাশ্মীরে ফেরত পাঠিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। ফয়সাল ছিলেন ভারতীয় প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা। রাজনীতির কারণে চাকরি ছেড়েছিলেন তিনি। সংবাদসূত্র : এনডিটিভি জানা গেছে, দিলিস্ন বিমানবন্দর হয়ে ভারতের বাইরে যাচ্ছিলেন ফয়সাল। কাশ্মীরের সাংবাধানিক মর্যাদা রদ করার পর সরকারের সমালোচনা করে নানা মন্তব্য করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার টুইটারে দেয়া এক বার্তায় শাহ ফয়সাল বলেন, কাশ্মীরে অহিংস রাজনৈতিক গণআন্দোলন প্রয়োজন। কাশ্মীরিদের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য তাদেরকে এই আন্দোলন করতে হবে। তা না হলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই কোনো নিরপেক্ষ অবস্থানে আর থাকা যাবে না। টুইট বার্তায় ফয়সাল কাশ্মীরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'নিজেদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনতে হলে সকল কাশ্মীরিদের একজোট হয়ে দীর্ঘস্থায়ী একটি অহিংস আন্দোলন করতে হবে। কারণ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের মাধ্যমে মূলধারার আন্দোলন করার পথ বন্ধ করে দেয়া হয়েছে।