সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মার্কিন দোরগোড়ায় রুশ পরমাণু বিমান যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় দুটি টিইউ-১৬০ পরমাণু বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া। দেশটির সর্ব পূর্বের চুকটোকা অঞ্চলের সামরিক ঘাঁটিতে বিমান দুটি পাঠানো হয়েছে। চুকটোকা থেকে বেরিং প্রণালি পার হলেই যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য অবস্থিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, সোভিয়েত আমলে নির্মিত বোমারু বিমান দুটি আট ঘণ্টায় ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চুকটোকা অঞ্চলের সারাটোভ শহরের আনাদির ঘাঁটিতে পৌঁছায়। সেখানে সামরিক মহড়ায় অংশ নেবে বিমান দুটি। মহড়া চলবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত। টিইউ-১৬০ হচ্ছে সুপারসনিক বিমান, যা ১২টি স্বল্পপালস্নার পরমাণু বোমা বহন করতে এবং কোনো বিরতি ছাড়াই ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের সময় রাশিয়া কয়েকবার এই বিমান ব্যবহার করেছে। সাম্প্রতিককালে রাশিয়া টিইউ-১৬০ বিমানের সংস্কার করেছে, যার ফলে আগের চেয়ে এই বিমান এখন আরও বেশি কার্যকর ও ক্ষমতাধর হয়ে উঠেছে। সংবাদসূত্র : পার্স টুডে টাইফুন ক্রোসার কবলে জাপান যাযাদি ডেস্ক শক্তিশালী টাইফুন ক্রোসার কবলে পড়েছে জাপান। পশ্চিমের প্রদেশগুলোতে প্রচুর বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। এরই মধ্যে একজনের প্রাণহানি এবং ২৩ জন আহত হয়েছে। ভূমিধসের আশঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে চার লাখ অধিবাসীকে। বাতিল করা হয়েছে ৭৬১টি স্থানীয় ও আন্তজার্তিক ফ্লাইট। বন্ধ ট্রেন ও বাস যোগাযোগব্যবস্থাও। জাপানের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের বলেন, দুপুরে হিরোশিমায় এলাকায় তান্ডব ঘটায় ক্রোসা। পরে তা উত্তর পশ্চিমাঞ্চলের কিয়োশু, শিকাকু, কিনকি, ইয়ামাগুচি প্রদেশের দিকে অগ্রসর হয়। এদিকে, সকাল থেকে ওসাকা স্টেশন থেকে ছেড়ে আসা জাপানের সবচেয়ে দ্রম্নতগতি সম্পন্ন ট্রেন শিনকানসেন যাত্রা স্থগিত করেছে। কর্মকর্তারা বলেন, 'আমরা এরই মধ্যে ফুকোওয়াকা, সাগা, ওতা, কাগুশিমা, টকুশিমা, ইমাগুচি ও হিরোশিমা প্রদেশে সতর্কতা জারি করেছি। সংবাদসূত্র : এএফপি অনলাইন যুক্তরাষ্ট্রে গুলিতে ৬ পুলিশ আহত যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে এক বন্দুকধারীর গুলিতে ছয় পুলিশ আহত হওয়ার সাত ঘণ্টা পর বন্দুকধারী আত্মসমর্পণ করেছে। বুধবার স্থানীয় সময় বিকাল প্রায় সাড়ে ৪টার দিকে নগরীর নিসটাউন-টিয়াগো আবাসিক এলাকার এক বাড়িতে পুলিশের সঙ্গে ওই পুরুষ বন্দুকধারীর গোলাগুলি শুরু হয়। মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা, তখন ওই বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর থেকে সাত ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকধারী ওই বাড়িতে ব্যারিকেড গড়ে তুলে অবস্থান নিয়ে ছিল, আর পুলিশ বাড়িটি ঘিরে রেখে তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা একটি ভিডিওতে কথিত ওই বন্দুকধারীকে, মার্কিন গণমাধ্যমে যার নাম মরিস হিল (৩৬) বলা হয়েছে, হাত মাথার ওপর তুলে বাড়িটি থেকে বের হতে দেখা গেছে তাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছিল হোয়াইট হাউস। সংবাদসূত্র : বিবিসি মন্দিরে প্রার্থনার দায়িত্ব রোবট পুরোহিতের! যাযাদি ডেস্ক জাপানের ৪০০ বছরের পুরনো মন্দিরে প্রার্থনার দায়িত্ব দেয়া হয়েছে একটি রোবটকে। মন্দিরের পুরোহিতদের আশা, এই রোবটই ভবিষ্যতে বৌদ্ধ ধর্ম প্রচারে অন্যতম মুখ হয়ে উঠবে। তবে অনেকেই এই অ্যান্ড্রয়েড রোবটকে 'ফ্র্যাঙ্কেনস্টাইন দৈত্য' বলে নিন্দা করতে শুরু করেছেন। জাপানের কিয়োটোর কোদাইজি মন্দিরের এই অ্যান্ড্রয়েড রোবটের নাম 'কানন'। করুণার দেবতার আদলে তৈরি করা হয়েছে। মন্দিরের পুরোহিত তেনজো গোতো একটি সংবাদ সংস্থাকে বলেছেন, রোবটের মৃতু্য নেই। এটি দিন দিন নিজেকে উন্নত করে যাবে। ফলে রোবটটি অপরিসীম জ্ঞান সঞ্চয় করতে পারবে। তিনি আরও বলেন, এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিন দিন জ্ঞান আহরণ করে যত সমৃদ্ধ হবে, ততই মানুষকে তাদের দুঃখ কষ্ট থেকে উঠে দাঁড়াতে সাহায্য করবে। এই রোবটই একদিন বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনতে পারে বলে আশা করেন তিনি। রোবটটি হাত এবং মাথাসহ দেহের অনেকটা অংশ নাড়াতেও পারে। মাথা, মুখ ও কাঁধের অংশ সিলিকন দিয়ে ঢাকা, যাতে মানুষের মতো দেখায়। কানন প্রার্থনার সময় হাত জোড় করে সুন্দরভাবে কথা বলতে পারে। সংবাদসূত্র : ফক্স নিউজ