সর্বাধিক গতির ট্রেন পরীক্ষা জাপানের

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সর্বাধিক গতিসম্পন্ন বুলেট ট্রেন পরীক্ষা করেছে জাপান। এই বুলেট ট্রেনের গতি হতে পারে সর্বাধিক ৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এই ট্রেন ভ্রমণের সময় কমিয়ে দেবে অনেকটাই। বছর তিনকে আগে 'শিংকানসেন' নামে ওই ট্রেনের নতুন সংস্করণ তৈরির কাজ শুরু হয়। অবশেষে বৃহস্পতিবার সেই ট্রেনের পরীক্ষা করল জাপান। ২০৩০ থেকে এই ট্রেন ট্র্যাকে নামবে বলে জানা গেছে। মোটামুটিভাবে ৩৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে এই ট্রেন। চীনের সর্বাধিক গতিসম্পন্ন 'ফক্সিং' ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে এই জাপানি ট্রেন। যদিও চীনের ট্রেনটি আরও বেশি গতিতে যাওয়ার জন্যই তৈরি হয়েছিল। কিন্তু জাপানের এই ট্রেনের থেকে তার গতিবেগ ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা কম। নতুন ট্রেনটি হবে অনেক আধুনিক মডেলের। সামনেরটা সরু হবে বিমানের মতো। এ রকম ১০টি ট্রেন বানানো হবে। জাপানের সেনদাই ও আওমোরি-র মধ্যে এই ট্রেন পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এ দুই শহরের দূরত্ব ২৮০ কিলোমিটার। প্রত্যেক সপ্তাহে দু'বার করে চালানো হবে এই ট্রেন। সংবাদসূত্র : পিটিআই