'কাশ্মীর কমিটি'র বৈঠক শেষে কুরেশি

নেহরুর ভারতকে কবর দিয়েছেন মোদি

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার নেতৃত্বাধীন বিজেপি সরকার জওহরলাল নেহেরুর ভারতকে কবর দিয়েছেন বলে শনিবার কটাক্ষ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। কাশ্মীর ইসু্য নিয়ে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করলেন তিনি। ভারতীয় সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ অনুচ্ছেদ রদের পরিপ্রেক্ষিতে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদসূত্র : ইনডিয়া টুডে পাক সরকারের শীর্ষপর্যায়ের বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি বলেন, 'নরেন্দ্র মোদি নেহরুর ভারতকে কবর দিচ্ছেন।' তিনি আরও বলেন, "ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বারা দেশটির নীতি 'দোভাল ডকট্রিন' ফর্মুলায় চলছে।" গত ৫ আগস্ট কাশ্মীরের সাংবাধানিক বিশেষ মর্যাদা বাতিল করে মোদি সরকার। তার পরদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজে 'কাশ্মীর কমিটি' নামে একটি পরিষদ গঠন করেন। সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার। সেই বৈঠক শেষেই কুরেশি এসব কথা বলেন। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই কমিটি পাকিস্তানের সব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। জাতীয় পরিষদের (পার্লামেন্ট) যৌথ অধিবেশনে যে প্রস্তাবটি পাস হয়েছে, তা বিবেচনায় নিয়ে আজই এ বৈঠক। আমরা পার্লামেন্টে যে একাত্মতা প্রকাশ করেছি, আজকের বৈঠকেও সেই একাত্মতাই ছিল।' কুরেশি বলেন, বিষয়টি কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার রূপরেখা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এই বৈঠক হওয়ার একদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অর্ধ শতাব্দী পর কাশ্মীর ইসু্য নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। এর আগেও তিনি বলেছেন, পাক-ভারত শান্তি আলোচনায় সবচেয়ে বড় প্রতিবন্ধক ভারতের প্রধানমন্ত্রী। তার কারণেই কাশ্মীরে মুসলমানদের জাতিগত নিধনের পরিকল্পনা চলছে।