সীমান্তে আবারও গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারত-পাকিস্তান সীমান্তে শনিবার আবারও গোলাগুলি হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক ল্যান্স নায়েক নিহত হয়েছেন। তার নাম সন্দীপ থাপা। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরের নওশেরা সেক্টরের সীমান্তরেখায় পাকিস্তানি সেনাবাহিনী মর্টার নিক্ষেপ ও গুলি চালালে এই ভারতীয় সেনা নিহত হন। সংবাদসূত্র : হিন্দুস্তান টাইমস এর পাল্টা জবাব দিতে ভারতও গুলি চালিয়েছে। শনিবার বিকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছিল। ভারতের অভিযোগ, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পাকিস্তানের পক্ষ থেকে প্রথম হামলা চালানো হয়। পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে হামলা চালায়। এর পাল্টা জবাব দিয়েছে ভারতও। মাত্র দুই দিন আগে দুই পক্ষের গোলাগুলিতে ভারতের পাঁচজন এবং পাকিস্তানের তিন সেনা নিহত হয়। তবে ভারত তাদের সেনা নিহতের কথা সেদিন অস্বীকার করে। গত বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসের মধ্যেই দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর উত্তাপ সীমান্তেও ছড়িয়ে পড়েছে।