ইরানি ট্যাংকার জব্দে যুক্তরাষ্ট্রের পরোয়ানা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
জিব্রাল্টারের এক বিচারপতি আটক ইরানি তেল ট্যাংকারকে ছাড়ার নির্দেশ দেয়ার একদিন পর সেটি জব্দে পরোয়ানা জারি করেছে মার্কিন বিচার বিভাগ। ২১ লাখ ব্যারেল তেল বহনকারী ইরানি সুপারট্যাংকার 'গ্রেস ওয়ান' ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে সন্দেহে ৪ জুলাই ব্রিটিশ রয়্যাল মেরিন ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালি থেকে সেটি আটক করেছিল। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স ট্যাংকারটি আটকে রাখতে বৃহস্পতিবার শেষ মুহূর্তে আইনি উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের আবেদন খারিজ করে দেয় জিব্রাল্টার। এর আগে ইরান গ্রেস ওয়ানের আটককে 'অবৈধ' বলে দাবি করেছিল। ট্যাংকারটি আটকের দুই সপ্তাহ পর ১৯ জুলাই হরমুজ প্রণালি থেকে ব্রিটিশ ট্যাংকার 'স্টেনা ইমপেরো'কে জব্দ করে ইরান। জাহাজটি 'আন্তর্জাতিক সমুদ্র আইন' লঙ্ঘন করেছে, ইরান এমন দাবি করলেও গ্রেস ওয়ানের পাল্টা পদক্ষেপ হিসেবে তারা এমন করেছে, বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। পরোয়ানা জারি করে ওয়াশিংটন দাবি করেছে, 'ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ার অ্যাক্ট' লঙ্ঘন, ব্যাংক প্রতারণা, অর্থ পাচার, সন্ত্রাসবাদী আইনের বলে তারা গ্রেস ওয়ানে থাকা সব তেলসহ ট্যাংকারটিকে জব্দ করতে পারবে।